অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আমাদের ধ্বংসাত্মক উন্নয়ন প্রক্রিয়া থেকে নতুন প্রজন্মকে প্রকৃতিবান্ধব উন্নয়ন প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত করতে হবে। টাঙ্গাইলে ৫ লাখ গাছ লাগানো হবে। এ জন্য দেশি গাছ নির্বাচন করা হয়েছে। এ গাছ শুধু সবুজায়ন করার জন্য নয়, আমরা ভালো অক্সিজেন পাব, দূষণ কমবে, পাখির আশ্রয় হবে। যারা গাছগুলো লাগাবে, গাছের সঙ্গে তাদের একটা আত্মিক সম্পর্ক হয়ে যাবে। আমরা গাছগুলো লাগিয়েই বসে থাকব না, সেগুলোর যত্ন ও পরিচর্যা করব। গতকাল সকালে টাঙ্গাইলের জনসেবা চত্বরে পরিবেশ উপদেষ্টা ৫ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। এর আগে তিনি জনসেবা চত্বরে দুটি গাছের চারা রোপণ করেন।
আমাদের ধ্বংসপ্রাপ্ত বা ধ্বংসপ্রায় প্রাকৃতিক অবস্থাকে ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করতে হবে।
পরে এদিন দুপুরে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান টাঙ্গাইল বনবিভাগের আওতাধীন মধুপুরের টেলকি এলাকায় শাল চারা রোপণ কর্মসূচিতে অংশ নেন।
দুটি কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মিজানুর রহমান, টাঙ্গাইলের বিভাগীয় বন কর্মকর্তা ডক্টর আবু নাসের মোহসিন হোসেন এবং প্রখ্যাত বন্যপ্রাণী বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর মোহাম্মদ আলী রেজা খান, প্রধান বনসংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরীসহ জেলা প্রশাসন ও বন বিভাগের কর্মকর্তারা।