বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, পৃথিবীর বিভিন্ন দেশে সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতি নিয়ে ব্যাপক সমালোচনা আছে। বাংলাদেশের মানুষের এটা সম্বন্ধে কোনো ধারণাই নাই। এটাকে টেনে নিয়ে আসা হচ্ছে। যারা রাজনীতিতে একেবারে এতিম, তারা এই পিআর পদ্ধতি চায়।
গতকাল রাজধানীর মিরপুর-১১ নম্বরের প্যারিস রোড বালুর মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। পিআর পদ্ধতি প্রসঙ্গে রুহুল কবির রিজভী আরও বলেন, এই পদ্ধতি হলে আপনার পছন্দের প্রার্থী নয় বরং আপনার প্রতিনিধি ঠিক করে দেবে দল। এটা কোনো গ্রহণযোগ্য পদ্ধতি নয়। এ দেশের মানুষ পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে অভ্যস্ত।
তারা এই পদ্ধতিতে বিভ্রান্তিতে পড়ে যাবে। তিনি আরও বলেন, শেখ হাসিনা একতরফা নির্বাচন করে মজা পেয়েছিলেন। এখন অনেকে সংস্কারের কথা বলে নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে। বিল্ডিংই যদি না থাকে তাহলে সংস্কার করবেন কীসের? সংস্কার করবে একটি নির্বাচিত পার্লামেন্ট।
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব মোস্তফা জামানসহ দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্য শেষে ঢাকা মহানগর উত্তরের সর্বত্র নিম গাছ লাগানোর ঘোষণা দেওয়া হয়।