রংপুরের পীরগঞ্জ উপজেলার ‘রংপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষক সংকট, সেশনজট, অব্যবস্থাপনা এবং ল্যাব ইন্সট্রাক্টর সংকটসহ ছয় দফা দাবিতে ক্লাস, পরীক্ষাসহ সব একাডেমিক কার্যক্রম বর্জন করে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীরা দাবি পূরণ না হওয়া পর্যন্ত শাটডাউন চলমান থাকবে বলে ঘোষণা দিয়েছেন। এ পরিস্থিতিতে সোমবার থেকে উক্ত কলেজের সব একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে। গতকালও শিক্ষার্থীরা মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা যৌথ বিবৃতিতে জানায়, ‘আমরা কোনো রাজনৈতিক সংগঠন নই, আমরা সাধারণ শিক্ষার্থী। আমাদের এ আন্দোলন শিক্ষার ন্যায্য অধিকারের জন্য। বুটেক্স অধিভুক্ত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে প্রত্যেক ক্যাম্পাসে ৫০০-এর অধিক শিক্ষার্থীর বিপরীতে গড়ে মাত্র ৯ জন শিক্ষক নিয়ে খুঁড়িয়ে-খুঁড়িয়ে চলছে প্রতিষ্ঠানগুলো।