২৪ ফেব্রুয়ারি, ২০২০ ১৩:১৯

করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৬১৯

অনলাইন ডেস্ক

করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৬১৯

উহানে করোনাভাইরাস থেকে সুস্থ হওয়া ব্যক্তিদের জন্য অপেক্ষা। সোমবার প্রকাশ করা হয়েছে এ ছবি।

চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ছড়ানো করোনাভাইরাসে এ পর্যন্ত মারা গেছে ২৬১৯। যার বেশিরভাগই মৃত্যু হয়েছে চীনে, চীনের মূল ভূখণ্ডের বাইরে এ ভাইরাসে মোট ২৭ জন প্রাণ হারিয়েছেন। এ ভাইরাসে গতকাল একদিনেই প্রাণ হারিয়েছেন ১৫০ ব্যক্তি।

আজ সোমবার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন এসব তথ্য জানিয়েছে। করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন মোট ৭৯ হাজার মানুষ।

এদিকে, করোনাভাইরাসে নাকাল হয়ে পড়েছে মধ্যপ্রাচ্য। লেবানন, ইসরায়েলের পর নতুন করে করোনাভাইরাস ধরা পড়েছে কুয়েত ও বাহরাইনে। ইরানে করোনাভাইরাসে মৃত্যুর ঘটনা ঘটায় দেশটির সাথে সীমান্ত বন্ধ করে দিয়েছে তুরস্ক, পাকিস্তান ও আর্মেনিয়া। ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে ইরানের পার্শ্ববর্তী দেশ আফগানিস্তানও। 

নতুন প্রজাতির এ করোনাভাইরাসের কারণে চীনের পার্শ্ববর্তী দেশ দক্ষিণ কোরিয়াতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। দেশটিতে মোট ৭ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছে ৭৬৩ জন। সূত্র: আল জাজিরা ও সিএনএন

বিডি প্রতিদিন/ফারজানা

সর্বশেষ খবর