২৫ ফেব্রুয়ারি, ২০২০ ০৮:০৯

থামছেই না করোনা মহমারী: মৃতের সংখ্যা বেড়ে ২৬২৯, আক্রান্ত প্রায় ৮০ হাজার

অনলাইন ডেস্ক

থামছেই না করোনা মহমারী: মৃতের সংখ্যা বেড়ে ২৬২৯, আক্রান্ত প্রায় ৮০ হাজার

থামছেই না করোনা মহামারী। মঙ্গলবার নতুন করে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এরই মধ্যে প্রাণঘাতী এই করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৬শ’ ২৯ জনে। 

চীনের বাইরে কমপক্ষে ৩২টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। এসব দেশে আক্রান্তের সংখ্যা ৭৯ হাজার ৭শ’ ৭৩ জন। এর মধ্যে চীনের মূল ভূখণ্ডেই অধিকাংশ মৃত্যুর ঘটনা ঘটেছে।

চীনে এখন পর্যন্ত ২৪ হাজার ৪৫০ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। অপরদিকে করোনাভাইরাসে আক্রান্ত ১২ হাজার ৫২০ জনের অবস্থা আশঙ্কাজনক।
 
দক্ষিণ কোরিয়ায় নতুন করে ২৩১ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া চীনের মূল ভূখণ্ডের বাইরে ইতালি, ইরান, দক্ষিণ কোরিয়ায় আক্রান্তে সংখ্যা বেড়েছে। ইরানে করোনাভাইরাসে এখন পর্যন্ত ৫০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম।

মঙ্গলবার নতুন করে আরও ১৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। ফলে এই ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৪৩। ইরানে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় আতঙ্কে প্রতিবেশী তিন দেশ-আফগানিস্তান, পাকিস্তান এবং তুরস্ক ইরানের সঙ্গে তাদের সীমান্ত বন্ধ করে দিয়েছে।

বিডি প্রতিদিন/কালাম

সর্বশেষ খবর