ক্রমেই বিশ্বব্যাপী মহামারী রূপ নিচ্ছে নতুন করোনাভাইরাস। প্রাণঘাতী এই ইতোমধ্যে চীনে কাঁপিয়ে ছড়িয়ে পড়েছে কমপক্ষে ৩২টি দেশ ও অঞ্চলে।
চীনের বাইরে ইরানের পাশাপাশি করোনা এখন সবচেয়ে বেশি দাপট দেখাচ্ছে দক্ষিণ কোরিয়ায়। এরই মধ্যে দেশটিতে নতুন করে ৬৩ জন আক্রান্ত হয়েছে। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৯৩ জন।
এর মধ্যে কমপক্ষে ১৩ জন সেনা সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। সূত্র: আল-জাজিরা
বিডি প্রতিদিন/কালাম