২৫ ফেব্রুয়ারি, ২০২০ ০৮:৩৯

করোনার গ্রাসে এবার মধ্যপ্রাচ্য, ইরাক-ওমানে প্রথম আক্রান্তের সন্ধান

অনলাইন ডেস্ক

করোনার গ্রাসে এবার মধ্যপ্রাচ্য, ইরাক-ওমানে প্রথম আক্রান্তের সন্ধান

করোনাভাইরাস আতঙ্ক ক্রমেই গ্রাস করছে গোটা বিশ্বকে। এই তালিকায় নতুন সংযোজন ইরাক এবং ওমান। সোমবার মধ্যপ্রাচ্যের এই দুই দেশে এই প্রথম প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণের ঘটনা সামনে এসেছে।

দক্ষিণ ইরাকের নাজাফ শহরে এক ব্যক্তির শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। আক্রান্ত ব্যক্তি ইরানের নাগরিক। পড়াশোনার জন্য তিনি ইরাকে গেছেন।

অন্যদিকে, ওমানে প্রথম দিনই ২ জন করোনা আক্রান্তের সন্ধান মিলেছে। আক্রান্ত দু’জনই নারী। সম্প্রতি তারা ইরান থেকে ফিরেছেন, যার জেরে ইরানের সঙ্গে বিমান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ওমানের সরকার।

ইরান থেকে বহু মানুষ ইরাকে তীর্থ এবং ধর্মীয় পড়াশোনার জন্য আসেন।

আর চীনের বাইরে ইরানে এখনও পর্যন্ত করোনাভাইরাসে সবথেকে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে। 

গত সপ্তাহে ইরানে প্রথম করোনাভাইরাসের খবর জানা যায়। তার পর থেকে সে দেশে এখনও পর্যন্ত প্রাণঘাতী এই ভাইরাসের বলি হয়েছেন কমপক্ষে ৫০ জন। ইরান থেকেই ইরাক এবং ওমানে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে বলে মনে করা হচ্ছে।

বিডি প্রতিদিন/কালাম

সর্বশেষ খবর