২৫ ফেব্রুয়ারি, ২০২০ ১২:০৮

করোনাভাইরাসের কারণে পিছিয়ে গেছে 'মিশন ইমপসিবল'র শুটিং!

অনলাইন ডেস্ক

করোনাভাইরাসের কারণে পিছিয়ে গেছে 'মিশন ইমপসিবল'র শুটিং!

শেষ পর্যন্ত করোনাভাইরাসের কাছে পরাজয় মানতে হলো হলিউডের জনপ্রিয় অভিনেতা টম ক্রুজকে। ভাইরাসের কারণে বাতিল হয়েছে 'মিশন ইমপসিবল' খ্যাত এ তারকার ছবির শুটিং। ইউরোপে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সবার আগে মৃত্যুর ঘটনা ঘটেছে ইতালিতে। দেশটিতে নতুন করোনাভাইরাস কভিড-১৯ এর কারণে সতর্কতা জারি করা হয়েছে।

ইতালিতেই টম ক্রুমের 'মিশন ইমপসিবল' সিরিজের সপ্তম ছবির তিন সপ্তাহ শুটিং হওয়ার কথা ছিল। মহামারী ভাইরাসের কারণে তা বাতিল করা হয়েছে। মুভি স্টুডিও প্যারামাউন্ট পিকচার এ তথ্য জানিয়েছে। ইতালির ভেনিসে গতকাল থেকে ওই শুটিং শুরু হওয়ার কথা ছিল। শুটিং বাতিল করার পর সংশ্লিষ্টদের নিজ গন্তব্যে ফিরে যেতে বলা হয়েছে। কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণে রাখছেন।

'মিশন ইমপসিবল' সিরিজের সপ্তম ছবিটি মুক্তি পাওয়ার কথা আগামী বছরের জুলাই মাসে। একই সিরিজের অস্টম ছবি মুক্তি পাবে ২০২২ সালে। দুটি ছবিতেই সিক্রেট এজেন্ট ইথান হান্টের ভূমিকায় থাকছেন টম ক্রুজ।

বিডি প্রতিদিন/ফারজানা

সর্বশেষ খবর