২৫ ফেব্রুয়ারি, ২০২০ ১২:৩০

অস্ট্রিয়াতে প্রথম করোনাভাইরাস রোগী শনাক্ত

অনলাইন ডেস্ক

অস্ট্রিয়াতে প্রথম করোনাভাইরাস রোগী শনাক্ত

প্রতীকী ছবি

অস্ট্রিয়ার ইতালির সীমান্তবর্তী প্রদেশ দক্ষিণ টিরোলে করোনাভাইরাসের একজন রোগী শনাক্ত করা হয়েছে। 

অস্ট্রিয়ার স্থানীয় সংবাদ মাধ্যমে জানা যায়, প্রথম ধাপে যখন নয়জনের মেডিকেল পরীক্ষা করা হয় তখন কারো মধ্যে এই ভাইরাস পাওয়া যায়নি। পরবর্তীতে যখন আবার পরীক্ষা করা হয় তখন এক যুবকের শরীরে করোনাভাইরাস পাওয়া যায়। 

করোনাভাইরাসে আক্রান্ত যুবক বলেছে, তার মধ্যে করোনাভাইরাসে আক্রান্তের কোন লক্ষন নেই। এদিকে করোনাভাইরাস মোকাবেলা করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন অস্ট্রিয়ার চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জ। বিকেলে করোনাভাইরাস মোকাবেলায় গঠিত টাস্কফোর্সের সাথে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানান আতংকিত না হয়ে কিভাবে মোকাবেলা করা যায় সেই বিষয়ে ব্যবস্থা নেয়া হচ্ছে। 

এদিকে অস্ট্রিয়ার কেন্দ্রীয় সরকার করোনাভাইরাস আক্রান্ত এলাকায় ভ্রমণে সতর্কতা জারি করেছে। তবে সীমান্তে এখন পর্যন্ত কোন কড়াকড়ি আরোপ করা হয়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত ইতালির সাথে অস্ট্রিয়ার ট্রেন চলাচল পুনরায় চালু হয়েছে।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

সর্বশেষ খবর