জ্বর নিয়ে বাংলাদেশে আসা দক্ষিণ কোরীয় এক নাগরিক রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ মঙ্গলবার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট (আইইডিসিআর) এ তথ্য জানিয়েছে।
গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ছড়িয়েছে করোনাভাইরাস। করোনাভাইরাস মহামারী আকারে ছড়ানোয় চীনের পার্শ্ববর্তী দেশ দক্ষিণ কোরিয়াতেও রেড এলার্ট জারি করা হয়েছে।
শুধু চীন, দক্ষিণ কোরিয়া নয়, ভারত, ইরান, অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র, নেপাল, ফিনল্যান্ডসহ ২৫টির বেশি দেশে ছড়িয়েছে করোনাভাইরাস। নতুন এ করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছে ৮০ হাজার মানুষ এবং মারা গেছে ২ হাজার ৬৯৮ জন।
বিডি প্রতিদিন/ফারজানা