মহামারী করোনাভাইরাসে শেষ খবর পাওয়া পর্যন্ত ২৭০০ জনের মৃত্যু হয়েছে। বেশিরভাগেরই মৃত্যু হয়েছে চীনে। সারা বিশ্বে এ ভাইরাসে ৮০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন।
গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে কভিড-১৯ নামের নতুন প্রজাতির এ করোনাভাইরাস।
চীনের বাইরে মহামারী আকারে করোনাভাইরাস ছড়িয়েছে দক্ষিণ কোরিয়ায়। সেখানে ৯৭০ জন আক্রান্ত হয়েছেন। ইউরোপের দেশ ইতালিতে ৩২২ জন আক্রান্ত হয়েছেন। দেশটিতে ১১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ইরানে ১২ জনের মৃত্যু হয়েছে এবং ৬১ জন আক্রান্ত হয়েছেন।
বিডি প্রতিদিন/ফারজানা