ব্রাজিলের সাও পাওলোতে ইতালি ফেরত এক ব্যক্তির করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছে। মঙ্গলবার এক বিবৃতিতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।
টেস্টে পজিটিভ হলে দক্ষিণ আমেরিকা মহাদেশে ৬১ বছর বয়সী ওই ব্যক্তিই হবেন করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী।
ইতালিতে করোনাভাইরাসে ১১ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে তিন শতাধিক মানুষ। ওই ব্যক্তি ইতালির লোম্বার্ডি অঞ্চল ভ্রমণ করেছিলেন। তার শরীরের জ্বর রয়েছে এবং কণ্ঠনালীতেও সমস্যা দেখা দিয়েছে। লোম্বার্ডি অঞ্চল থেকে করোনা আক্রান্ত রোগী পাওয়ার হার বেশি।
সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/ফারজানা