করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দুই কর্মী। মঙ্গলবার (১৭ মার্চ) জেনেভায় ডব্লিউএইচওর মুখপাত্র ক্রিশ্চিয়ান লিন্ডমেয়ার সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, অফিস সেরে বাসায় যাওয়ার পর আমাদের ওই কর্মীদের মধ্যে উপসর্গ দেখা দেয়। পরীক্ষা করার পর তাদের কভিড-১৯ এ আক্রান্ত হওয়ার বিষয়ে আমরা নিশ্চিত হয়েছি। তবে আক্রান্ত ওই দুজন করোনা ভাইরাস মোকাবিলার কাজে যুক্ত ছিলেন কি-না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
সুইজারল্যান্ডের জেনেভায় এ প্রথম ডব্লিউএইচওর কারও মধ্যে এ ভাইরাস সংক্রমণের তথ্য পাওয়া গেল। এর আগে ইউরোপের একই শহরে জাতিসংঘের একজন এবং গত সপ্তাহে বিশ্ব বাণিজ্য সংস্থার একজন করোনা ভাইরাসের সংক্রমণে আক্রান্ত হন।
বিডি প্রতিদিন/হিমেল