কভিড-১৯ করোনাভাইরাস প্রতিরোধ জনসমাগম এড়িয়ে চলতে বলেছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। বিশ্বের বিভিন্ন দেশ এরইমধ্যে জনসমাগম নিষিদ্ধ করেছে। বিষয়টি বিবেচনায় নিয়ে একসঙ্গে সর্বোচ্চ ২০ জনের সঙ্গে ভিডিও কল করার সুযোগ চালু করেছে ভাইবার।
বর্তমানের মতোই বন্ধুদের নাম নির্বাচন করলেই তাদের কাছে ভিডিও কলে যোগ দেওয়ার আমন্ত্রণ বার্তা চলে যাবে। আগ্রহীরা সম্মতি দিলেই সরাসরি গ্রুপ ভিডিও কলে যোগ দিতে পারবে। নতুন এ সুবিধার পাশাপশি ২০০ মেগাবাইট পর্যন্ত ফাইল সরাসরি বিনিময় করা যাবে মেসেজিং অ্যাপটিতে। ফলে যেকোনো প্রতিষ্ঠান আরও বেশি কর্মীর সঙ্গে ভার্চুয়ালি মিটিং করতে পারবে।
ভাইবারের প্রধান পরিচালন কর্মকর্তা অফির ইয়াল জানান, ব্যবহারকারীদের নিরাপদ পরিবেশে তাদের প্রিয়জনের সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি দৈনন্দিন কার্যক্রম পরিচালনার সুযোগ দিতেই এ উদ্যোগ।
বিডি প্রতিদিন/ফারজানা