কভিড-১৯ করোনাভাইরাসের কারণে ভ্রমণপিপাসুরা পড়েছেন বিপাকে। বিশ্বের অধিকাংশ দেশই অতি জরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে। এ জন্য বাড়িতে বসেই সমুদ্রের সৌন্দর্য অবলোকনের অভিনব কৌশল করে নিয়েছেন অস্ট্রেলিয়ার এক দম্পতি। জেনি ট্রিল নামে এক নারী টুইটারে ১৩ মার্চ একটি ভিডিও পোস্ট করেছেন।
ভিডিওতে দেখা যাচ্ছে, এক বৃদ্ধ দম্পতি বাড়ির মধ্যে একটি বড় টিভির সামনে সোফায় বসে রয়েছেন। পা তুলে দিয়েছেন সামনের একটি নীচু ডেস্কে। আর টিভিতে চলছে নীল সমুদ্রের ভিডিও। আর তারা হাতে পানপাত্র নিয়ে বিভোর হয়ে সেই দৃশ্য দেখছেন। দেখে মনে হচ্ছে, কোনও ক্রুজের ডেকে বসে সমুদ্রে দেখার আনন্দ নিচ্ছেন।
আসলে তারা এক বিলাসবহুল ক্রুজে করে ছুটি কাটাতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু করোনার জেরে সব বাতিল হয়ে গিয়েছে। তাই ডেভিড ট্রিল এবং নরমা ট্রিল নিজেদের বাড়িতেই সেই সমুদ্র ভ্রমণের আনন্দ নেওয়ার ব্যবস্থা করেছেন।
ভিডিও দেখতে এই লিঙ্কে ক্লিক করুন
বিডি প্রতিদিন/ফারজানা