প্রাণঘাতী করোনাভাইরাস আতঙ্কে রয়েছে মানুষ। এরই মধ্যে ভাইরাস ঠেকাতে হলে ‘ফজরের নামাজের আগে তিনটা থানকুনি পাতা চিবিয়ে খেলে মুক্তি মিলবে’ এমন গুজব উঠেছে। অনেকে থানকুনি পাতা খেতে শুরু করেছেন। মঙ্গলবার গভীর রাতে দেশের বিভিন্ন স্থানে এমন ঘটনা ঘটে। পরে বিষয়টি নিয়ে ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকে।
গোপালগঞ্জের আব্দুর রশিদ মধ্যরাতে ঢাকায় অবস্থানরত তার ভাতিজা রাজ্জাককে ফোন করে জানান, ‘ফজরের নামাজের আগে তিনটা থানকুনি পাতা চিবিয়ে খেলে করোনাভাইরাস থেকে মুক্তি পাওয়া যাবে’। চাচার এমন কথা শুনে অবাক হয়ে যান রাজ্জাক। পরে তিনি ফেসবুকে বিষয়টি তুলে ধরে উল্লেখ করেন, থানকুনি পাতা হয়তো করোনাভাইরাস থেমে মুক্তি না দিলেও শরীরের জন্য যথেষ্ট উপকারি।
এদিকে ফেসবুকে সোহেল আহমেদ জর্জ নামের একজন লিখেছেন, 'করোনা ভাইরাসের দিন শেষ, থানকুনি পাতার বাংলাদেশ, গন্ড মূর্খ বাংগালি...'।
মো. জহিরুল ইসলাম নামের অপর একজন লিখেছেন, ‘ভাইরাস-করোনা : সবেমাত্র গুজব শুরু। ধর্মগুরুরা স্বপ্ন দেখতে শুরু করছে বৈ, শুধু থানকুনি পাতা নয়, মানুষের বিষ্টা পর্যন্ত পৌঁছে যেতে পারে। গুজব থেকে সাবধান।’
সজল রহমান নামে আরেক ব্যক্তি লিখেছেন, ‘করোনা থেকে বাঁচতে ফজরের নামাজের আগে তিনটি থানকুনি পাতা খাচ্ছেন কিন্তু জাহান্নাম থেকে বাঁচতে ফজরের নামাজ কি আদায় করছেন?’
এস এইচ রাব্বি নামের একজন লিখেছেন, 'মাগুরায় নতুন আপডেট আসছে, সকালে তিনটি থানকুনি পাতা খেলে করোনা ভাইরাস কেল্লাফতে। #করোনা_ভাইরাস_ফ্যাক্ট
আসুন করোনা প্রতিরোধে নিজে সচেতন হই অন্যকে সচেতন করি। সকল প্রকার গুজব হতে সর্তক হই।'
মঙ্গলবার মধ্যরাতে একে অপরের কাছে মুঠোফোনে কল করে বিষয়টি অবহিত করলে হুড়হুড়ি শুরু হয়। বিষয়টি নিয়ে জল্পনা-কল্পনা ও নানা কৌতুহল চলছে দেশের বিভিন্ন স্থানে। তবে এবিষয়ে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কারও বক্তব্য পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/হিমেল