বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। বিশ্বব্যাপী মৃত্যু ও আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছেই। এদিকে, গত কয়েক দিনে পাকিস্তানে এক ধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা।
বুধবারের হিসাব বলছে, দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ২৩৬ জন। অধিকাংশই ইরান ঘেঁষা সিন্ধ প্রদেশের বাসিন্দা। সিন্ধতে এখন পর্যন্ত ১৪২ জনের রিপোর্ট ‘পজিটিভ’ এসেছে। এছাড়াও এক জনের মৃত্যুর খবরও মিলেছে। নজরদারিতে রাখা হয়েছে ১০ হাজারেরও বেশি মানুষকে।
এই পরিস্থিতি সামাল দিতে প্রদেশের সমস্ত কলেজ-হোস্টেলকে কোয়ারান্টাইন কেন্দ্রে পরিণত করার নির্দেশ দিয়েছে প্রশাসন।
চীনের উহান থেকে ইতোমধ্যেই বিশ্বের অন্তত ১৬৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এখন পর্যন্ত এতে মারা গেছেন ৭ হাজার ৯৬৫ জন, আক্রান্ত হয়েছেন অন্তত ১ লাখ ৯৮ হাজার ১২৯ জন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন