জার্মানি থেকে ফেরার পর কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ানকে। বিশ্বের অন্যান্য দেশের মতো ভারতেও করোনা প্রতিরোধে বিদেশ থেকে আগতদের আপাতত কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করা হচ্ছে। জার্মানি থেকে ফেরার পর শিখরকেও দিল্লি থেকে ৭০ কিমি দূরে একটি ঘরে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
সেখান থেকেই ফেসবুক লাইভ করে শিখর জানান, সরকার ২৪ ঘণ্টা আমাদের তদারকি করছে। সবাইকে আলাদা রুম দেওয়া হয়েছে। প্রতিটি ঘরে পানি, টাওয়েল, জল গরম করার পাত্র, নতুন স্যান্ডেল, মশা তাড়ানোর ওষুধ দেওয়া হয়েছে। সুস্বাদু খাবার দেওয়া হয়েছে আমাদের। প্রয়োজনীয় সব কিছুই রয়েছে প্রতিটি ঘরে। পুরো বিল্ডিং স্যানিটাইজার স্প্রে দিয়ে জীবাণুমুক্ত করা হচ্ছে। প্রধানমন্ত্রী মোদি ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে ধন্যবাদ।
সংশ্লিষ্ট ডাক্তার থেকে শুরু করে পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন শিখর। তিনি বলেছেন, এখানে আসার আগে আমি সত্যি ভয় পাচ্ছিলাম। তবে কেন্দ্রীয় সরকারের করোনা রোধের ব্যবস্থা দেখে আমি সন্তুষ্ট। এত সুন্দর ব্যবস্থা আমি জার্মানিতেও দেখিনি।
বিডি প্রতিদিন/ফারজানা