তার বয়স ১০৩। কিন্তু মনের জোর ২১ বছরের তরুণকেও হার মানাবে। আপাতত তাকে কুর্নিশ করছে গোটা বিশ্ব। তার থেকেই নিচ্ছে লড়াইয়ের অনুপ্রেরণা। কারণ এই বৃদ্ধা ঝ্যাং গুয়াঙ্গফেন করোনাকে জয় করে সুস্থ্য হয়ে আইসোলেশন থেকে বাড়িতেও ফিরে এসেছেন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, করোনার আঁতুড়ঘর উহানে যখন ঝড়ের গতিতে সংক্রমণ ছড়াচ্ছে, তখন আক্রান্ত হন এই বৃদ্ধা। কিন্তু সকলকে অবাক করে দিয়ে মাত্র ছয় দিনের মধ্যে সুস্থও হয়ে যান তিনি। কিন্তু কিভাবে তা সম্ভব হলো? ওই বৃদ্ধার চিকিৎসক জানিয়েছেন, ঝ্যাংয়ের সুস্থতার চাবিকাঠি রয়েছে তার শরীরেই। অসাধারণ রোগ প্রতিরোধ ক্ষমতা তার। সামান্য ব্রঙ্কাইটিসের সমস্যা ছাড়া আর কোনও রোগ ছিল না তার দেহে। আর তাতেই বাজিমাত করেছেন তিনি।
ছুটিয়ান মেট্রোপলিস ডেইলি নামক স্থানীয় সংবাপত্রের এক প্রতিবেদনে বলা হয়, ১৪ মার্চ উহানের টনজি মেডিকেল কলেজ থেকে ছাড়া হয় ঝ্যাংকে। তারা একটি ভিডিও শেয়ার করেন যেখানে দেখা যায়, বাড়ি ফেরার জন্যে অপেক্ষা করছেন।
নোভেল করোনাভাইরাসের জেরে গোটা বিশ্বে আক্রান্তের সংখ্যা প্রায় আট হাজার। ভারতেও আক্রান্ত ১৪৭ জন। এই অবস্থায় ঝ্যাংয়ের মনের জোরই আলো দেখাচ্ছে লাখো হৃদয়ে। সূত্র: নিউজ এইট্টিন
বিডি প্রতিদিন/আরাফাত