কোভিড-১৯ দ্রুতগতিতে বৃদ্ধির ফলে কানাডার আলবার্টা, ব্রিটিশ কলম্বিয়া এবং অন্টারিও প্রদেশকে পাবলিক হেলথ জরুরি অবস্থার ঘোষণা করেছে। এ সকল প্রদেশের সকল প্রকার পাবলিক লাইব্রেরি, জিমনেশিয়াম এবং বিনোদনমূলক কার্যক্রম অনির্দিষ্টকাল পর্যন্ত স্থগিত ঘোষণা করেছে। ৫০ এর অধিক জন সমাগমে নিষিদ্ধ করা হয়েছে।
সর্বশেষ খবরে কানাডায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে সাতজন ব্রিটিশ কলম্বিয়া প্রদেশ এবং একজন অন্টারিও প্রদেশের। সর্বশেষ খবরে জানা গেছে, পুরো কানাডায় এ পর্যন্ত ৫৯৮ জন কোভিড-১৯ এ শনাক্ত' হয়েছে এর মধ্যে আলবার্টা প্রভিনসে রয়েছে ৯৭ জন।
এ সকল প্রদেশের মসজিদে লোকসমাগম এড়াতে পাঁচ ওয়াক্ত নামাজ এবং শুক্রবারে জুমার নামাজ স্তগিত করেছে অনির্দিষ্টকাল পর্যন্ত।
করোনাভাইরাস মোকাবেলার মত জরুরি প্রস্তুতিতে হঠাৎ প্রধানমন্ত্রী অসুস্থ হয়ে পড়লেও যাতে কোনো ধরনের সমস্যার সৃষ্টি না হয় সেজন্য আগে থেকেই প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে উপ-প্রধানমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড দায়িত্ব পালনকারী নির্ধারণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/সালাউদ্দিন