চীনের উহান থেকে বিশ্বের অন্তত ১৬৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। এখন পর্যন্ত এতে মারা গেছেন ৭ হাজার ৯৬৫ জন, আক্রান্ত হয়েছেন অন্তত ১ লাখ ৯৮ হাজার ১২৯ জন।
এদিকে, প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়েছে যুক্তরাজ্যের ৯ মাস বয়সী ক্যাসিয়ান কোয়েটস নামে এক শিশু। দেশটিতে করোনা আক্রান্ত দ্বিতীয় শিশু হিসেবে তাকে চিহ্নিত করা হয়েছে।
বেশ কিছুদিন ধরে জ্বর এবং ঠান্ডা ছিল ওই শিশুর। এরপর বাবা মা তাকে হাসপাতালে নিয়ে এসে মেডিকেল পরীক্ষা করালে তার করোনা পজিটিভ ধরা পরে। ছোট শিশুর করোনা পজিটিভ আসার খবরে স্তব্ধ হয়ে পড়েছেন বাবা মা।
এর আগে, যুক্তরাজ্যে নবজাতক শিশুর করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। পরে হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর ওই শিশুকে সুস্থ বলে জানানো হয়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন