চাঁপাইনবাবগঞ্জে হোম কোয়ারেন্টাইনে রয়েছে ৩০০ জন। এর মধ্যে বাংলাদেশি ২৫৮ জন এবং ৪২ জন ভারতীয় নাগরিক রয়েছেন। বিদেশফেরত সকল পাসপোর্টধারীদের স্বেচ্ছায় ২ সপ্তাহ হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেওয়া হয়ছে। সেইসাথে বিদেশ ফেরতদের সবার পূর্ণাঙ্গ নাম পরিচয় সংরক্ষণ করা হচ্ছে।
এদিকে হোম কোয়ারেন্টাইনে থাকার স্বাস্থ্যবার্তা মানছেন কিনা তা মনিটরিং করছে স্বাস্থ্য বিভাগ। সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী বলেছেন, সরকারের নির্দেশনা অনুযায়ী করোনাভাইরাস প্রতিরোধে ইতিমধ্যে জেলা সদরে ৪ বেডের এবং উপজেলাগুলোতে ২ বেডের আইসোলেশন ইউনিট চালু করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল