যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে গত ২৪ ঘণ্টায় ১২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে যশোরে ২ জন, চুয়াডাঙ্গায় ৬ জন, কুষ্টিয়ায় ২ জন, মাগুরায় ১ জন ও মেহেরপুরের ১ জন রয়েছেন। মেহেরপুরে যার নমুনায় করোনা শনাক্ত হয়েছে তিনি ইতিমধ্যেই মারা গেছেন।
যবিপ্রবি কর্তৃপক্ষ জানায়, বুধবার (২২ এপ্রিল) দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সাত জেলা থেকে ২৩৪ জনের নমুনা বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে পৌঁছায়। এর মধ্যে ৮৪টি নমুনার পরীক্ষা করা হয়, যার মধ্যে ১২ জনের পজেটিভ এসেছে। দুটি জেলার এসসিআর ফর্ম না আসায় সেগুলো পরীক্ষা করা সম্ভব হয়নি।
এর আগের ২৪ ঘণ্টায় এ পরীক্ষাগারে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সাত জেলার ১৩ জনের নমুনায় করোনা পজেটিভ ধরা পড়েছিল।
বিডি প্রতিদিন/এনায়েত করিম