কুষ্টিয়ায় আরও দুইজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের একজন চিকিৎসক তিনি ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ও অপরজন কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চর মহেন্দ্রপুর গ্রামের বাসিন্দা।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ ও কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার রাজিবুল ইসলাম খান এ তথ্য নিশ্চিত করেছেন।
ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ জানান, চিকিৎসকের বাড়িটিকে লকডাউন করা হয়েছে।
এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও এর আশেপাশের বাড়ি বা এলাকা সম্পর্কে সিদ্ধান্ত নেয়া হবে।
অপরদিকে, কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার রাজিবুল ইসলাম খান জানান, চর মহেন্দ্রপুর পদ্মা নদীর চর অঞ্চলে অবস্থিত। সেখানে মেডিকেল টিম এবং প্রশাসনের লোকজন যাচ্ছে। প্রাথমিকভাবে বাড়িটিকে লকডাউন করা হবে। এরপর তিনি কাদের সাথে মিশে ছিলেন সে সম্পর্কে খোঁজ নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসা হবে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম