বরগুনায় জেলায় মোট করোনা ভাইরাস পজিটিভ সনাক্ত হয়েছে ২০ জনের। এর মধ্য ২ জন মারা গেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা পর্যন্ত স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
গতকাল বুধবার (২২ এপ্রিল) রাতে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাব থেকে নতুন আরও ৩ জনের পজিটিভ রিপোর্ট আসে। নতুন ৩ জনের মধ্য বরগুনা পৌরসভার ধানসিঁডি সড়কে একজন (৪৩), বামনায় প্রেসক্লাবের সাধারন সম্পাদক (৪৫) ও আমতলী উপজেলায় ড্রাগ ইন্টার ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল লিমিটেড'র এরিয়া ব্যবস্থাপক (৪৫) রয়েছেন।
করোনায় আক্রান্ত ১৮ জনের মধ্য বরগুনা জেনারেল হাসপাতালে আইসোলেশনে আছেন ১০ জন, আমতলী স্বাস্থ্য কেন্দ্রে আইসোলেশনে ১ জন। অন্যরা নিজ বাড়ীতে হোম কোয়ারেন্টিয়ে থেকে চিকিৎসা নিচ্ছেন।
এদিকে হাসপাতালে আইসোলেশনে থাকা পজিটিভ রোগীরা অভিযোগ করেছেন, সাধারন রোগীদের জন্য বরাদ্দ খাবারই তাদের দেয়া হচ্ছে। আলাদা কোনও খাবার তাদের দেয়া হচ্ছেনা। সাধারণ খাবার তাদের চাহিদা পুরন করতে পারছে না। চিকিৎসকদের পরামর্শ মতে তাদের শরীরচর্চা করতে হচ্ছে আর এতে করে ক্ষুধাও বেড়ে যাচ্ছে।
বরগুনা জেনারেল হাসপাতালের তত্তাবধায়ক ডাঃ সোহরাব হোসেন বলেন, করোনায় আক্রান্ত হয়ে যারা ভর্তি আছেন তাদের জন্য খাবারের আলাদা বরাদ্দ আমরা পাইনি। যার জন্য সাধারন রোগীদের বরাদ্দ থেকেই তাদের খাবার দেয়া হচ্ছে। যেহেতু সাধারন রোগীদের চাপ কম এ জন্য বাড়ীত খাবার করোনা ইউনিটের রোগীদের সরবরাহের জন্য বলা হয়েছে।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ