সস্ত্রীক করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইসচেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ। সোমবার তাদের করোনার পজেটিভ রিপোর্ট আসে।
মঙ্গলবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন ডা. জাহিদ। তিনি জানান, তাদের শরীরে জ্বর ও ব্যথা আছে। হোম আইসোলেশনে আছেন। বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।
ফেব্রুয়ারি মাসে করোনার প্রথম ডোজ নিয়েছিলেন তিনি ও তার স্ত্রী রিফাত হোসেন। আগামী ১৭ এপ্রিল দ্বিতীয় ডোজ নেওয়ার কথা ছিল তাদের।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ