গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গত ২৪ ঘন্টায় নতুন করে ৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।এই নিয়ে উপজেলায় ৮২২ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হল। তবে এ পযর্ন্ত করোনা রোগী ৭৭০ জন ব্যক্তি সুস্থছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যান কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, উপজেলায় গত ২৪ ঘন্টায় ৪১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৫ জনের করোনা পজেটিভ হয়েছে। এই নিয়ে শনাক্ত হয়েছে ৮২২ জন এবং ৭৭০ জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
বিডি প্রতিদিন/আল আমীন