দিনাজপুরের বোচাগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে জগমহন নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় দিনাজপুর জেলায় ১৯ জনের করোনা শনাক্ত এবং ২ জন রোগী সুস্থ হয়েছে। মৃত জগমহন চন্দ্র রায় (৮০) বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌরসভার মালীপাড়া গ্রামের অধিবাসী।
গত সোমবার সন্ধ্যার আগে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। ওইদিন রাত ১১টার দিকে মৃত জগমহনকে নিজ বাড়ি মালীপাড়ায় এনে স্বাস্থ্যবিধি মেনে দাহকার্য্য সম্পন্ন করা হয়।
করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু নিশ্চিত করে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল বাসার মো. সায়েদুজ্জান জানান, সেতাবগঞ্জ পৌরসভার কর্মচারী স্বদেশ চন্দ্র রায় এর পিতা জগমহন চন্দ্র রায় (৮০) গত ২৪ মার্চ শারীরিক অসুস্থ্ হলে তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে করোনা পরীক্ষা করা হলে ২৭ মার্চ তার করোনা পজিটিভ আসে। পরে চিকিৎসাধীন অবস্থায় ২৯ মার্চ সন্ধ্যার আগে তিনি মারা যান। মৃত্যুবরণকারী জগমহন রায়ের পরিবারের সকল সদস্যের করোনা পরীক্ষা করা হবে বলে জানান তিনি।
এদিকে, দিনাজপুরের হাকিমপুরে সোমবার সন্ধ্যায় করোনাভাইরাসের সংক্রমণ রোধে মাস্ক ছাড়া চলাচল করায় তিন পথচারীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। হিলি বাজারে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নূর-এ আলম এই জরিমানা করেন। মানুষকে সচেতন করায় জরিমানা করার মূল উদ্দেশ্য বলেও জানান তিনি।
সিভিল সার্জন মো. আব্দুল কুদ্দুছ জানান, গত ২৪ ঘন্টায় একজনের মৃত্যুসহ দিনাজপুর জেলায় ১৯ জন করোনা রোগী শনাক্ত এবং করোনা আক্রান্ত ২ জন রোগী সুস্থ হয়েছে।
গত ২৪ ঘন্টায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের পিসি আর টি ল্যাবের নমুনা পরীক্ষায় ১২৮টি রিপোর্টের মধ্যে ১৯টি রিপোর্ট করোনা পজিটিভ আর বাকি ১০৯টি রিপোর্ট নেগেটিভ হয়েছে। বর্তমানে ৮২ জন হোম আইসোলেশনে এবং হাসপাতালে ভর্তি ১৭ জন রয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন