বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আল-রাজী জুয়েল।
তিনি জানান, জেলা আওয়ামী লীগের সভাপতি মজনু গত ২৮ মার্চ অসুস্থ বোধ করলে তিনি করোনা পরীক্ষার নমুনা প্রদান করেন। সেই নমুনা পরীক্ষা শেষে ৩০ মার্চ দুপুরে করোনা ভাইরাসে পজিটিভ হন।
চিকিৎসকদের পরামর্শে তিনি এখন তার শেরপুর উপজেলার বাসায় রয়েছেন। তিনি ভাল আছেন। তার সুস্থতা কামনা করে ৩১ মার্চ বাদ জোহর জেলা শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।
বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলুসহ দলীয় নেতারা তার সুস্থতা কামনা করে বিবৃতি প্রদান করেছেন।
বিডি প্রতিদিন/এমআই