বিনামূল্যের কলার টিউন সেট করলেই ফ্রি টকটাইম দিচ্ছে বাংলাদেশি মাল্টিন্যাশনাল ব্র্যান্ড ওয়ালটন। প্রতিষ্ঠানটির এয়ার কন্ডিশনারের বিভিন্ন তথ্যমূলক এই কলার টিউন নিজেদের মোবাইলে সেট করে তাৎক্ষণিকভাবে গ্রাহকরা ১০ টাকার ফ্রি টকটাইম পাবেন।
ওয়ালটনের ডেপুটি অপারেটিভ ডিরেক্টর মফিজুর রহমান জাকির জানান, প্রাথমিকভাবে মোবাইল অপারেটর এয়ারটেল এবং রবির গ্রাহকরা এই সুবিধা উপভোগ করতে পারবেন। পর্যায়ক্রমে অন্য সব অপারেটরের গ্রাহকদের জন্য অফারটি দেয়া হবে।
তিনি জানান, বিনামূল্যের কলার টিউন সেট করতে এয়ারটেলের গ্রাহকদের *৭৮৮*৫৭৪# লিখে ডায়াল করতে হবে। আর রবির গ্রাহকরা *৮৪৬৬*৫৭৪# নম্বরে ডায়াল করে এই সুবিধা নিতে পারবেন।
কলার টিউনটি ব্যবহার করার জন্য গ্রাহকের মোবাইল ব্যালেন্স থেকে কোনো টাকা কাটা যাবে না। উপরন্তু, বিনামূল্যের এই কলার টিউন সেট করে উপহার হিসেবে প্রতিমাসে ১০ টাকার টকটাইম পাবেন তারা। থাকছে অটো রিনিউয়ালের সুযোগ। সেক্ষেত্রে পরবর্তী ৬ মাস পর্যন্ত গ্রাহক বিনামূল্যের কলার টিউনটি উপভোগের পাশাপাশি প্রতিমাসে ১০ টাকা করে মোট ৬০ টাকার ফ্রি টকটাইম পাবেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার