ডায়বেটিস পরীক্ষা করাতে বের হয়ে সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. শহীদুল্লাহ মানিক (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার চট্টগ্রামমুখী একটি মিনিবাসকে পেছন থেকে কাভার্ড ভ্যান ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মানিক বাড়বকুণ্ড ইউনিয়নের মান্দারিটোলা গ্রামের মৃত রওশনুজ্জামানের ছেলে।
হাইওয়ে পুলিশের বার আউলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন বলেন, ‘শহীদুল্লাহ মানিক সকালে মিনিবাসে করে চট্টগ্রামে ডায়বেটিস পরীক্ষা করার জন্য যাচ্ছিলেন। বাড়বকুণ্ড এলাকায় একটি কাভার্ড ভ্যান মিনিবাসটিকে পেছন থেকে ধাক্কা দিলে গুরুতর আহত হন মানিক। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’