জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের তিলকপুর গ্রামে অগ্নিকাণ্ডে দাদি ও নাতনির মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- জরিনা বেগম(৬০) ও সাবিনা ইয়াসমিন(৯)।
শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
দেওয়ানগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আব্দুল হান্নান জানান, জামালপুর সদর উপজেলার তিলকপুর গ্রামের আব্দুল মজিদের রান্না ঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে পাশের ঘরে ঘুমিয়ে থাকা দাদি জরিনা বেগম ও নাতনি সাবিনা ইয়াসমিন দগ্ধ হয়। এতে ঘটনাস্থলেই জরিনা বেগম মারা যান। রাত আড়াইটার দিকে সাবিনাকে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।