গোপালগঞ্জের কোটালীপাড়ায় উপজেলা শ্রমিকলীগের সভাপতি আমির হোসেন (৪০) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
আজ রবিবার বিকেল ৪টায় গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি আব্দুল লতিফ জানান, দুপুর দেড়টার দিকে আমির হোসেন কোটালীপাড়া উপজেলা সদর থেকে ইজিবাইকে ঘাঘর বাজারে যাচ্ছিলেন। পথে গোপালগঞ্জ-পয়সারহাট সড়কের মেরী সিনেমা হলের সামনে একটি একটি নসিমন ওই ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ইজিবাইক যাত্রী আমির হোসেনসহ আরও চারজন আহত হন।
গুরুতর আহতাবস্থায় আমির হোসনকে প্রথমে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে তাকে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে তিনি মারা যান।