যৌন হয়রানির দায়ে সাতক্ষীরার কালিগঞ্জে মিলন হোসেন নামে এক ইউপি সদস্যকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ রবিবার দুপুর ২টার দিকে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ ফারুক আহম্মেদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এ সাজা দেন।
সাজাপ্রাপ্ত মিলন হোসেন উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউপি সদস্য।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান জানান, প্রায় এক বছর আগে মিলন হোসেনকে ডিভোর্স দেন তার স্ত্রী আফরোজা খাতুন। এরপরও বিভিন্ন সময় মিলন হোসেন আফরোজা খাতুনকে উক্ত্যক্ত করত। সম্প্রতি এ ঘটনায় আফরোজা খাতুন থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযোগ পেয়ে পুলিশ মিলন হোসেনকে সকালে আটক করে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত এক বছরের সাজা দিয়ে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।