মাদারীপুর তিন পৌরসভায় মেয়র পদে ১১ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৩৩ জন এবং কাউন্সিলর পদে ১১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিন পৌরসভার মধ্যে আওয়ামী লীগ তিনটিতেই নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করলেও বিএনপি মাত্র একটি পৌরসভায় ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছে। প্রার্থীরা সাধারণ ভোটারদের মন জয় করতে চষে বেড়াচ্ছেন দ্বারে দ্বারে। বিভিন্ন ঘটনায় জটিল হয়ে উঠেছে মাদারীপুরের নির্বাচনী হিসাব। মাদারীপুর : এই পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের টিকিট পান খালিদ হোসেন ইয়াদ। বিএনপির টিকিট পেয়েছেন মিজানুর রহমান মুরাদ। এক সময় মাদারীপুর পৌরসভা বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত থাকলেও বিএনপি গ্রুপিং দ্বন্দ্বের কারণে ভোটাররা দিশাহারা ছিল। কিন্তু বর্তমানে বিএনপিতে গ্রুপিং না থাকায় এই নৌকা-ধানের শীষের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই হবে বলেই ধারণা করা হচ্ছে। জাতীয় পার্টির মনোনয়ন পান সিরাজুল ইসলাম স্বপন ও বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্রের আচমত আলী। স্বতন্ত্র প্রার্থী দেলোয়ার হোসেন খোকন শরীফ মোবাইল প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন। কালকিনি : নানা নাটকীয়তার পর আওয়ামী লীগের নৌকা প্রতীক পান এনায়েত হোসেন হাওলাদার। উপজেলা আওয়ামী লীগের সুপারিশ করা প্রার্থীদের বাদ দিয়ে তাকে এই মনোনয়নপত্র দেওয়া হয়েছে বলে নানা ঘটনার সৃষ্টি হয়। এদিকে আবুল কালাম আজাদও স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সমর্থন নিয়ে মেয়র পদে প্রার্থী হন। অন্যদিকে দলীয় মনোনয়ন না চেয়ে সম্পূর্ণ স্বতন্ত্র প্রার্থী হিসেবে শক্ত অবস্থানে রয়েছেন সাবেক যোগাযোগমন্ত্রী আবুল হোসেনপন্থি মশিউর রহমান সবুজ ও লোকমান সরদার। এখানে বিএনপি কোনো প্রার্থী না দেওয়ায় তৃণমূলে ক্ষোভ রয়েছে। বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্রের মেয়র প্রার্থী লুত্ফর রহমান নির্বাচনে ভোটযুদ্ধে অংশ নিচ্ছেন। শিবচর : এই পৌরসভায় মেয়র পদে চারজন মনোনয়নপত্র দাখিল করলে প্রাথমিক যাচাই-বাছাইয়ে তিনজনের মনোনয়ন বাতিল হয়। পরে আপিলে স্বতন্ত্র প্রার্থী তোফাজ্জেল হোসেন খান তোতা নির্বাচন করার সুযোগ পান। তবে আওয়ামী লীগ আওলাদ খানকে মনোনয়ন দেয়। নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা আওয়ামী লীগের একাধিক নেতা জানান, পৌর মার্কেটের আদায় করা ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে বরখাস্ত করা হয় আওলাদ খানকে। এ ঘটনায় জেলের ঘানিও টানতে হয়েছে সাবেক এই মেয়রকে। তাকে মনোনয়ন দেওয়ায় সাধারণ নেতা-কর্মীরা ক্ষুব্ধ। তবে আওলাদ খান বলেন, বিষয়টি পৌরসভার তৎকালীন হিসাবরক্ষকের ভুল। আমি কোনোভাবেই ওই ঘটনায় জড়িত ছিলাম না। এদিকে বিএনপির বাতিল হওয়া মেয়র প্রার্থী জাহাঙ্গীর কামাল জানান, আমাকে রাজনৈতিকভাবে নির্বাচন থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
শিরোনাম
- ভূমিকম্প আতঙ্কে ৬ দিনের জন্য বন্ধ জবি
- ২৪ ঘণ্টায় ৯৪ ভূমিকম্প
- বিশাল জয়ে মুশফিকের শততম টেস্ট রাঙালো বাংলাদেশ
- ঢাবির প্রভোস্ট কমিটির জরুরি সভায় তিন সিদ্ধান্ত
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৮
- নতুন করে ন্যান্সি-ইমরান গাইলেন সেই কালজয়ী গান
- খুচরা সার ডিলার বহাল রাখার দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন
- শেখ হাসিনা-জয়-পুতুলের বিরুদ্ধে পৃথক তিন মামলার রায় ২৭ নভেম্বর
- কুলাউড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ-সার বিতরণ
- বগুড়ায় ট্রাক চাপায় অটোরিকশা চালক নিহত
- টুঙ্গিপাড়ায় সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগের ৪৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
- রাজশাহীতে মাদকসহ ৬ কারবারি গ্রেপ্তার
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১০৪৫ মামলা
- ৪৮ ঘন্টার জন্য দেশের জ্বালানি কূপগুলোতে ড্রিলিং কার্যক্রম বন্ধ
- হবিগঞ্জে কৃষককে কুপিয়ে হত্যা
- শেখ হাসিনা-রেহানার মামলার যুক্তিতর্ক ২৫ নভেম্বর
- রণবীরের সঙ্গে ট্রাম্পের হবু পুত্রবধূর নাচের ভিডিও ভাইরাল
- বড় ভূমিকম্প মোকাবিলায় কী পরিস্থিতি হবে, বলা যায় না : স্বরাষ্ট্র উপদেষ্টা
- নির্বাচন পরিচালনায় সহযোগিতা করতে প্রস্তুত কমনওয়েলথভুক্ত ৫৬ দেশ
- বিসিএস পরীক্ষা পেছানোর দাবিতে ট্রেন আটকে রাখল শিক্ষার্থীরা
মাদারীপুর তিন পৌরসভায় জটিল হচ্ছে নির্বাচনী অঙ্ক
বেলাল রিজভী, মাদারীপুর
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
ভারতের ‘চিকেন নেকে’ সর্বোচ্চ সতর্কতা: শিলিগুড়িতে উচ্চপর্যায়ের গোয়েন্দা বৈঠক
১৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
প্রশাসন আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে: জামায়াত নেতা শাহাজাহান
২ ঘণ্টা আগে | চট্টগ্রাম প্রতিদিন