পটুয়াখালীর বাউফলে ভিজিএফ কর্মসূচির তালিকা তৈরির ক্ষেত্রে স্বজনপ্রীতির অভিযোগ পাওয়া গেছে। প্রকৃত অতিদরিদ্রদের নাম বাদ দিয়ে একই পরিবারের একাধিক ব্যক্তির নাম তালিকায় অন্তর্ভুক্তির প্রমাণ মিলেছে। কেবল তাই নয়, শিশুদের নামও ভিজিএফ কর্মসূচির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বাউফলের ১৫ ইউনিয়নে ৪৭ হাজার অতিদরিদ্রের নাম তালিকাভুক্ত করা হয়েছে। ঈদের আগেই এদের প্রত্যেককে ১০ কেজি হারে ভিজিএফের চাল দেওয়া হবে। কয়েকটি ইউনিয়নের তালিকায় একই পরিবারের একাধিক ব্যক্তি কিংবা শিশুর নাম অন্তর্ভুক্ত করার অভিযোগ ওঠেছে। সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের তালিকায় দেখা যায়, সজল গাজী ও তার স্ত্রী রেখার নাম রয়েছে। শুধু তাই নয়, তাদের দুই সন্তান ইমরান (৮) ও মানসুরার (৫) নামও আছে তালিকায়। একই ওয়ার্ডের এক পরিবারের মোতাহার, মামুন ও লুত্ফার নাম তালিকায় দেখা গেছে। এভাবে আজিজুল ও তার মেয়ে পাঁচ বছর বয়সী রিয়া। জাহাঙ্গীর ও তার ছেলে রিফাত (৬), মেয়ে ঝুমুর (১১) এবং স্ত্রী সালমার নাম তালিকায় পাওয়া যায়। জনৈক হালিম ও তার মেয়ে লামিয়া (১৩), ছেলে মারুফ (৭) ও স্ত্রী কহিনুরের নাম তালিকাভুক্ত করা হয়েছে। কেবল এই ওয়ার্ডে প্রায় ১৫টি পরিবারের একাধিক ব্যক্তির নাম ভিজিএফ কর্মসূচির তালিকায় রয়েছে। এ প্রসঙ্গে সদর ইউপি চেয়ারম্যান জসীম উদ্দিন জানান, প্রতিটি ওয়ার্ডের তালিকা তৈরি করেন ইউপি সদস্যরা। বাছাইয়ের পর এক একাধিক ব্যক্তির নাম তালিকা থেকে কেটে দেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মাহমুদ জামান বলেন, অনিয়ম পেলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
শিরোনাম
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৯ জুলাই)
- বৈষম্য সংস্কৃতির শত্রু দারিদ্র্যও
- নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পেল না জিম্বাবুয়ে
- সেন্টমার্টিনে এক লাখ ৪০ ইয়াবাসহ গ্রেফতার ১৭
- এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ খতিয়ে দেখা দরকার : এ্যানি
- ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ বাটলারের
- মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা দ্রুত গেজেট আকারে প্রকাশ করা হবে : ধর্ম উপদেষ্টা
- উলভসের হল অব ফেমে জায়গা পেলেন জটা
- চূড়ান্ত সংগ্রামের ঘোষণা দিয়েছিলেন তারেক রহমান : রিজভী
- শ্রোতাদের জন্য হাবিবের নতুন গান ‘দিলানা’
- কোটি মানুষের একটাই দাবি—ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া : মঈন খান
- পঞ্চগড়ে বিএনপির মৌন মিছিল
- ইন্টারনেট শাটডাউন রোধে আসছে আইন : ফয়েজ আহমদ
- কাপ্তাই হ্রদের উন্নয়নে দুই উপদেষ্টার মতবিনিময়
- সরকারের কোলে একদল, কাঁধে আরেক দল : মির্জা আব্বাস
- চলতি মাসে জুলাই সনদ না হলে দায় সরকার আর ঐকমত্য কমিশনের : সালাহউদ্দিন
- সুনামগঞ্জে পানিতে ডুবে ৩ জনের মৃত্যু
- মার্কিন কূটনীতিকদের বিদেশি নির্বাচন নিয়ে মতামত না দিতে নির্দেশ
- বাফুফের ফুটসাল ট্রায়াল শুরু রবিবার
- গোপালগঞ্জে কারফিউয়ের সময় আরও বাড়ল