পটুয়াখালীর বাউফলে ভিজিএফ কর্মসূচির তালিকা তৈরির ক্ষেত্রে স্বজনপ্রীতির অভিযোগ পাওয়া গেছে। প্রকৃত অতিদরিদ্রদের নাম বাদ দিয়ে একই পরিবারের একাধিক ব্যক্তির নাম তালিকায় অন্তর্ভুক্তির প্রমাণ মিলেছে। কেবল তাই নয়, শিশুদের নামও ভিজিএফ কর্মসূচির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বাউফলের ১৫ ইউনিয়নে ৪৭ হাজার অতিদরিদ্রের নাম তালিকাভুক্ত করা হয়েছে। ঈদের আগেই এদের প্রত্যেককে ১০ কেজি হারে ভিজিএফের চাল দেওয়া হবে। কয়েকটি ইউনিয়নের তালিকায় একই পরিবারের একাধিক ব্যক্তি কিংবা শিশুর নাম অন্তর্ভুক্ত করার অভিযোগ ওঠেছে। সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের তালিকায় দেখা যায়, সজল গাজী ও তার স্ত্রী রেখার নাম রয়েছে। শুধু তাই নয়, তাদের দুই সন্তান ইমরান (৮) ও মানসুরার (৫) নামও আছে তালিকায়। একই ওয়ার্ডের এক পরিবারের মোতাহার, মামুন ও লুত্ফার নাম তালিকায় দেখা গেছে। এভাবে আজিজুল ও তার মেয়ে পাঁচ বছর বয়সী রিয়া। জাহাঙ্গীর ও তার ছেলে রিফাত (৬), মেয়ে ঝুমুর (১১) এবং স্ত্রী সালমার নাম তালিকায় পাওয়া যায়। জনৈক হালিম ও তার মেয়ে লামিয়া (১৩), ছেলে মারুফ (৭) ও স্ত্রী কহিনুরের নাম তালিকাভুক্ত করা হয়েছে। কেবল এই ওয়ার্ডে প্রায় ১৫টি পরিবারের একাধিক ব্যক্তির নাম ভিজিএফ কর্মসূচির তালিকায় রয়েছে। এ প্রসঙ্গে সদর ইউপি চেয়ারম্যান জসীম উদ্দিন জানান, প্রতিটি ওয়ার্ডের তালিকা তৈরি করেন ইউপি সদস্যরা। বাছাইয়ের পর এক একাধিক ব্যক্তির নাম তালিকা থেকে কেটে দেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মাহমুদ জামান বলেন, অনিয়ম পেলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
শিরোনাম
- এয়ার ইন্ডিয়ার বিমানে বারবার ত্রুটি, এবার জয়পুরে জরুরি অবতরণ
- সোশ্যাল মিডিয়ায় পাতা ‘লাভের ফাঁদে’ ২.১৫ কোটি রুপি গায়েব ব্যবসায়ীর
- বাছাইকৃত সংবাদ
- মঙ্গলে ছিল পানি, ছিল পরিবেশও—তবুও প্রাণ টেকেনি!
- ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে দিয়ে সিরিজ জিতলো অস্ট্রেলিয়া
- দুপুরের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের আভাস
- কারালের ধ্বংসের পর কী ঘটেছিল? পেনিকো শহর দিচ্ছে নতুন ইঙ্গিত
- ইয়েমেনে দফায় দফায় ইসরায়েলের হামলা
- ইসরায়েলে হুতিদের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা
- যেসব এলাকায় ১১ ঘণ্টা গ্যাস থাকবে না আজ
- আমরা জুলাই সনদ ও ঘোষণাপত্র আদায় করে ছাড়ব : নাহিদ
- বাংলাদেশের সর্বস্তরের মানুষের দাবি ইসলামপন্থীদের ঐক্য : মাসুদ সাঈদী
- চীনকে উড়িয়ে টানা তৃতীয় জয়ে শীর্ষে বাংলাদেশ
- নান্দাইলে বজ্রপাতে পিতা-পুত্রের করুণ মৃত্যু
- বিএনপি নির্বাচিত হলে প্রতিটি ঘরে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : টুকু
- রাজনীতি হবে দেশের স্বার্থে, জনমানুষের স্বার্থে : আখতার হোসেন
- বন্ধুত্ব থেকে প্রেমের সফল পরিণতি
- ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
- ইরানে আফগানদের গণবহিষ্কার, ছাড়তে না পারলে গ্রেফতার
- ভেজাল টক দই যেভাবে চিনবেন
ভিজিএফ কর্মসূচির তালিকায় শিশুরা!
বাউফল প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর