বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

এক পলক

১৫ চিকিৎসককে শোকজ

ফরিদপুরের বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. তাপস বিশ্বাসসহ ১৫ চিকিৎসককে শোকজ করেছেন জেলা সিভিল সার্জন ডা. অরুন কান্তি বিশ্বাস। কর্তব্যে অবহেলা ও সময় মতো কর্মস্থলে হাজির না থাকায় শোকজ করা হয় বলে জানা গেছে। গতকাল চিকিৎসকরা শোকজের চিঠি পেয়েছেন বলে জানান ডা. তাপস বিশ্বাস। স্বাস্থ্য কমপ্লেক্সের ১৮ কর্মচারীর মধ্যে ১৫ জনকে একই অভিযোগে শোকজের চিঠি দেওয়া হয়েছে। সাতদিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। শোকজপ্রাপ্ত চিকিৎসকরা হলেন— গিয়াস উদ্দিন আহমেদ, নাসির উদ্দিন আহমেদ, মোরসেদ আলম, মনিরুজ্জামান, নাজমুল ইসলাম, মারনুশ, জাবির বিন রশিদ, এনামুল ইসলাম, মাহবুবুল হক, মুসফিকুর রহমান, সাইদ আহমেদ, আবিদা সুলতানা, সৈয়দা নুশরত আরা ও জুলেখা খাতুন।—বোয়ালমারী প্রতিনিধি

গরুর ট্রাক লুট

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে বেরিকেড দিয়ে চালক, হেলপার ও বেপারীদের হাত-পা বেঁধে কোরবানির গরু বোঝাই ট্রাক নিয়ে গেছে ডাকাতরা। ট্রাকে ২৫টি গরু ছিল। মূল্য প্রায় ১৫ লাখ টাকা। সোমবার রাতে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ঘোগাব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে স্থানীয়রা হাত-পা বাঁধা অবস্থায় ট্রাক চালক, হেলপার এবং তিন বেপারী ও রাখালকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাদের বাড়ি চট্টগ্রামে। —নিজস্ব প্রতিবেদক, বগুড়া

গাজীপুরে মা সমাবেশ

গাজীপুরে জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মঙ্গলবার জেলার সব প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে সকালে জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মা সমাবেশে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো. ইফতেখার আমেদ চৌধুরী। আবদুল মালেকের সভাপতিত্বে বক্তৃতা করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেন, আওয়ামী লীগ নেতা আবদুল হাদি শামীম প্রমুখ।—গাজীপুর প্রতিনিধি

পুলিশ পরিচয়ে ডাকাতি

ঝালকাঠির রাজাপুরের চাড়াখালি গ্রামে শাহজাহান তালুকদার নামে এক সাবেক পুলিশ কর্মকর্তার বাড়িতে পুলিশ পরিচয়ে ডাকাতি হয়েছে। সোমবার রাতে এ ঘটনা ঘটে। ডাকাতরা ওই বাড়ি থেকে ৭৯ হাজার টাকা, স্বর্ণালঙ্কারসহ ১০ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। রাজাপুর থানার ওসি (তদন্ত) হারুন অর রশিদ জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। সাবেক এএসআই গৃহকর্তা শাহজাহান জানান, ঘরের জানালার গ্রিল কেটে ৬/৭ জনের মুখোশধারী দল ঘরে ঢুকে। তারা নিজেদের থানার লোক বলে সবাইকে চুপ থাকতে বলে। আটকে রাখা হয় একটি কক্ষে। —ঝালকাঠি প্রতিনিধি

জরিমানা

কুড়িগ্রামের ফুলবাড়ীয় উপজেলায় অভিযান চালিয়ে পাঁচ প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুড়িগ্রাম জেলার সহকারী পরিচালক শেখ সাদীর নেতৃত্বে গতকাল ফুলবাড়ি বাজারে এ অভিযান চলে। ভ্রাম্যমাণ দলে জেলা স্যানিটারী ইন্সপেক্টর জহুরুল ইসলাম, ব্যবসায়ী রহমত আলী সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। —ফুলবাড়ী প্রতিনিধি

অপপ্রচার-এর প্রতিবাদ

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা চেয়ারম্যান শামসুল আলম ঝুনু মিয়ার বিরুদ্ধে দুই নারী জনপ্রতিনিধির ‘অপপ্রচারে’র প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে সচেতন নাগরিক সমাজ নামে একটি সামাজিক সংগঠন। মঙ্গলবার দুপুরে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন ডা. আনোয়ার পারভেজ। সংবাদ সম্মেলনে উপজেলা চেয়ারম্যানের পক্ষে বিভিন্ন এলাকার সহস্রাধিক নারী-পুরুষ অংশ নেন।  এ সময় আরও বক্তব্য রাখেন সিরাজুল ইসলাম, রফিকুল বারী রফিক, মো. সিরাজ মিয়া, ভাইস চেয়ারম্যান রশিদ আহমদ, শাহ মো. শাহজাহান, আবদুস ছত্তার, আবদুুর রাজ্জাক, মুক্তিযোদ্ধা মখলিছুর রহমান, আশরাফুজ্জামান আশরাফ, আজাদ হোসেন বাবলু প্রমুখ।

—সুনামগঞ্জ প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর