কুমিল্লার মেঘনা উপজেলার মেঘনা সেতুর দুই পাশের তিন কিলোমিটার এলাকার মধ্যে সব ধরনের বালু উত্তোলন বন্ধে নিষেধাজ্ঞা রয়েছে উচ্চ আদালত ও সেতু মন্ত্রণালয়ের। এ নির্দেশ উপেক্ষা করে সেতু সংলগ্ন এলাকায় মেঘনা নদীর তীর ঘেঁষে বালু উত্তোলন অব্যাহত রেখেছে একটি চক্র। ফলে সেতুর পিলার ক্ষতিগ্রস্ত ও আশপাশের বাড়িঘর নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। জানা যায়, একটি বেসরকারি শিল্পপ্রতিষ্ঠানের নদী তীরবর্তী কেনা সম্পত্তি রক্ষায় এবং গ্রামবাসীর বাড়িঘরের ক্ষতি হওয়ার অভিযোগে ২০১৪ সালে উচ্চ আদালতে মামলা করা হয়। এর পরিপ্রেক্ষিতে আদালত এ এলাকার বালুমহল ইজারা দেওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করে। উচ্চ আদালত ও সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে সম্প্রতি স্থানীয় একটি চক্র চালিভাঙ্গা এলাকায় ও মেঘনা সেতুর পিলার থেকে মাত্র এক কিলোমিটার দূরে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন শুরু করেন। নদীর তীরবর্তী চালিভাঙা, নলচর এলাকাবাসী অবৈধ বালু উত্তোলনকারীদের বাধা দিলেও কাজ হচ্ছে না। সরেজমিন দেখা যায়, নৌকাযোগে নদীতে দেশীয় অস্ত্র নিয়ে দুর্বৃত্তরা মহড়া দিয়ে ২০টি ড্রেজারের মাধ্যমে নদীর কোল ঘেঁষে বালু উত্তোলন করছে। চালিভাঙা গ্রামের এক কৃষক জানান, সন্ত্রাসীরা গ্রামবাসীকে ভয় দেখিয়ে বালু তুলছে। এক সপ্তাহ ধরে এ অবস্থা চললেও প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না। গ্রামবাসীর অভিযোগের পর গত বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ অভিযুক্ত পাঁচজনকে আটক করলেও রাতেই তাদের ছেড়ে দেয়। মেঘনা থানার ওসি এএসএম সামছুদ্দিন জানান, নদীতে এক সপ্তাহ ধরে অবৈধ বালু উত্তোলন হচ্ছে। খবর পেয়ে সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেছে পুলিশ। পুলিশ যাওয়ার সংবাদ শুনে বালু উত্তোলনকারীরা স্থান পরিবর্তন করে। ঘন ঘন স্থান পরিবর্তন করায় তাদের বিরুদ্ধে স্থায়ীভাবে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। তবে আমরা বালু উত্তোলন বন্ধে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছি।
শিরোনাম
- কুমারখালীতে পদ্মায় নিখোঁজ শিশু আরিয়ান, উদ্ধারে ডুবুরি দল
- খাবারের সন্ধানে এসে প্রাণ হারাচ্ছে অতিথি পাখি
- স্টার্কের ১৭৬.৫ কিমি গতির ডেলিভারি: বিশ্বরেকর্ড না কি প্রযুক্তিগত ত্রুটি?
- পিচ নিয়ে মুশফিকের রহস্যময় পোস্ট
- সাড়ে ২৬ ঘণ্টা পর পুরোপুরি নিভল কার্গো ভিলেজের আগুন
- জমি নিয়ে বিরোধে বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
- বিশ্বখ্যাত ল্যুভর জাদুঘরে চুরি
- জাপানের সম্মানজনক এনইএফ বৃত্তি পেল গাকৃবির ২০ শিক্ষার্থী
- নাতীর বিরুদ্ধে নানীকে খুনের অভিযোগ
- বরুড়ায় মুন্সী জিন্নাত আলী ওয়েলফেয়ার ট্রাস্টের অভিষেক অনুষ্ঠিত
- আন্দোলনরত শিক্ষকদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষা উপদেষ্টার
- নারীদের বিশেষায়িত ব্যাংক আরব আমিরাতের কাছে বিক্রি করল পাকিস্তান
- সাতকানিয়ায় নিখোঁজ বৃদ্ধের গলিত লাশ উদ্ধার
- সাবেক এমপি কবিরুল হকের জামিন নামঞ্জুর
- জাতিসংঘ রেজল্যুশন-২২৩১ আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা, ইরান-রাশিয়া-চীনের যৌথ চিঠি
- শুক্র-শনিবারেও আমদানিকৃত মালামাল খালাস হবে
- ষড়যন্ত্রকারীরা নয়, জয় হবে ঐক্যবদ্ধ জনগণের: ডা. জাহিদ হোসেন
- বগুড়ায় আগাম শীতকালিন সবজি চাষে স্বপ্ন বুনছেন কৃষক
- জাতীয় প্রেস ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ম্যারাথন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- বিইউএফটিতে নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত
বালু উত্তোলনে ঝুঁকিতে সেতু
দাউদকান্দি প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর