শুক্রবার, ২৫ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

রোহিঙ্গা মুসলিম হত্যার প্রতিবাদে বিক্ষোভ

প্রতিদিন ডেস্ক

মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের হত্যার প্রতিবাদ ও নির্যাতিতদের আশ্রয় দিতে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত  খুলে দেওয়ার দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন করেছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। খুলনা :  খুলনা মহানগরে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র। নগরীর ফেরিঘাট চত্বরে সমাবেশে সভাপতিত্ব করেন মাওলানা মোজাম্মেল হক। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলকারীরা  ‘বিশ্ব মুসলিম ভাই ভাই বৌদ্ধ সন্ত্রাসীদের বিচার চাই’ ‘সীমান্ত খুলে দাও রোহিঙ্গাদের আশ্রয় দাও’ বলে নানা শ্লোগান দেন। কুমিল্লা : কুমিল্লা জেলা উত্তর জোন খেলাফত মজলিস চান্দিনা উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করে। মাওলানা ফখরুদ্দীন আহমদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন মাওলানা সৈয়দ আবদুল কাদের জামাল। তিনি মিয়ানমারে মুসলিম গণহত্যা বন্ধ করার জন্য উদ্যোগ নিতে সরকারের প্রতি আহবান জানান। একই সঙ্গে মিয়ানমারের নেত্রী অং সান সুচির নোবেল পুরস্কার ফিরিয়ে নিতে নোবেল কমিটির প্রতি অনুরোধ জানান। ফেনী : ফেনী শহরের ট্রাংক রোড শহীদ মিনারে মানববন্ধন করছে সচেতন যুবসমাজ ফেনী নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। একাত্বতা পোষণ করেন রোটারেক্ট ক্লাব অব ফেনী অপূর্ব, স্বেচ্ছাসেবী সংগঠন ‘মাস্তুল’ ফেনী,  ফ্রেন্ডশীপ ক্রিকেট ক্লাব ফেনী, মোহাম্মদপুর সাইক্লিস্ট ফেনী শাখাসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের টেংকের পাড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কুমিল্লা-সিলেট মহাসড়কের কাউতলীর গোলচত্বরে গিয়ে সমাবেশ করে। সমাবেশে বক্তারা মিয়ানমারে মুসলমানদের ওপর নির্যাতন বন্ধ ও নির্যাতিত মুসলমানদের বাংলাদেশে আশ্রয় দিতে সরকারের কাছে জোর দাবি জানান। নেত্রকোনা : মিয়ানমারে গণহত্যার প্রতিবাদে নেত্রকোনা শহরে বিশাল মানববন্ধন হয়েছে। মানববন্ধন চলাকালে বক্তারা রোহিঙ্গায় গণহত্যা বন্ধে সরকারসহ সারা বিশ্বের নেতাদের দ্রুত এগিয়ে আসার আহবান জানান। শরীয়তপুর : শরীয়তপুরে চৌরঙ্গীর মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে ওলামা পরিষদ। বক্তারা অবিলম্বে আন্তর্জাতিক বিশ্বকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান। মানববন্ধনে সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে মানববন্ধনে অংশ নেন। নালিতাবাড়ী : শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বৃহস্পতিবার মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের হত্যা, নির্যাতন এবং মিয়ানমারের পণ্য বর্জনের দাবিতে মিছিল হয়েছে। নালিতাবাড়ী ইয়ুথ ক্লাব এর আয়োজন করে। মিছিলে  উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান  মো. হাবিবুর রহমান লিটন, এমএ রায়হান, মো. অন্তর মিয়া, লিখনুজ্জামান প্রমুখ। নোয়াখালী :  বেগমগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা বৃহস্পতিবার দুপুরে নোয়াখালী- ঢাকা-কুমিল্লা প্রধান সড়কের মানববন্ধন করেন। এ সময় মানববন্ধনকারীরা গণহত্যা বন্ধ, জাতিসংঘের হস্তক্ষেপ কামনা, অংসান সূচির নোবেল পুরস্কার প্রত্যাহারসহ বিভিন্ন দাবি জানান।

সর্বশেষ খবর