সোমবার, ১২ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

কক্সবাজারে বাস উল্টে চার যাত্রী নিহত, আহত ২৯

প্রতিদিন ডেস্ক

কক্সবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে চার যাত্রী নিহত ও আহত হয়েছেন ২৯ জন। এছাড়া সড়ক দুর্ঘটনায় চার জেলায় প্রাণহানি ঘটেছে আরও ছয়জনের। এর মধ্যে ঝিনাইদহ, বাগেরহাটে দুজন করে এবং জয়পুরহাট ও ফেনীতে মারা গেছেন একজন করে। প্রতিনিধিদের পাঠানো খবর— কক্সবাজারের রামুর রশিদ নগরে যাত্রীবাহী বাস উল্টে চারজন নিহত ও আহত হয়েছেন ২৯ জন। গতকাল দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— চকরিয়া পূর্ব বড়ভেওলার নুর নাহার, পেকুয়া টৈটং এলাকার রাজিয়া, কুতুবদিয়ার ফারুক ও কিশোরগঞ্জের ভৈরবের কাশেম। আহতদের মধ্যে ১৫ জনকে রামু এবং ১৪ জনকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রামু হাইওয়ে পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে ইউনিক পরিবহনের বাসটি ৩৮ যাত্রী নিয়ে কক্সবাজার আসছিল। পথে মহাসড়কের রামুর রশিদ নগরে বিপরীত দিক থেকে আসা অপর একটি গাড়িকে সাইড দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারান।

ঝিনাইদহ : জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। তারা হলেন ঝিনাইদহ শহরের কলাবাগান এলাকার আব্দুল ওদুদের ছেলে রফিকুল ও কুষ্টিয়া কুমারখালী তোরাব আলী। জেলা শহরের চাঁদপুর ও হরিণাকুণ্ডুর আমতলায় এ দুটি দুর্ঘটনা ঘটে। বাগেরহাট : মোল্লাহাট উপজেলার মাদ্রাসাঘাটে গতকাল বাসের ধাক্কায় দুই অটোযাত্রী নিহত হয়েছেন। তারা হলেন— ওই উপজেলার গাওলা গ্রামের চিত্তরঞ্জন রায় ও ফকিরহাটের নজরুল শেখের ছেলে ইমরান। জয়পুরহাট : সদর উপজেলার কুজিশহরে ট্রাকের ধাক্কায় তৌফিক হোসেন নামে এক অটেরিকশাচালক নিহত হয়েছেন। তৌফিক শহরের পাটারপাড়ার মোজাম উদ্দীনের ছেলে। ফেনী : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোল এলাকায় বাসচাপায় মোবারক আলী নামে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। নিহতের নাম মোবারক আলী। তিনি স্থানীয় আলরাজি একাডেমির সহকারী শিক্ষক ছিলেন।

সর্বশেষ খবর