রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা
নীলফামারীতে ইজতেমা

আখেরি মোনাজাতে লাখো মানুষের ঢল

নীলফামারী প্রতিনিধি

দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে আখেরি  মোনাজাতের মধ্য দিয়ে নীলফামারীতে শেষ হয়েছে তিন দিনের তাবলিগ জামাতের জেলা ইজতেমা। জেলা সদরের দাড়োয়ানি কলোনি মাঠে গত বৃহস্পতিবার ফজরের নামাজের পর আম বয়ানের মধ্যদিয়ে শুরু হয় ইজতেমা। গতকাল বেলা পৌনে ১১টা থেকে সোয়া ১১টা পর্যন্ত আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোশাররফ হোসেন।

জামেয়া ইউনুছিয়া মাদ্রাসার বার্ষিক সভা : ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, হাজার হাজার মুসল্লির অংশগ্রহণের মধ্য দিয়ে শুক্রবার গভীর রাতে শেষ হয়েছে ব্রাহ্মণবাড়িয়া জামেয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার বার্ষিক সভা। আখেরি মোনাজাত পরিচালনা করেন মাওলানা তফাজ্জল হোসেন। দেশের শত বছরের প্রাচীনতম ধর্মীয় শিক্ষালয়, ঐহিত্যবাহী জামেয়া ইউনুছিয়া ব্রাহ্মণবাড়িয়ার ১০৪তম বার্ষিক সভা গতকাল শুরু হয়। জেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠ কাজী পাড়ায় কোরআন হাদীস নিয়ে আলোচনা হয়। দেশ-বিদেশের হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ এতে যোগ দেন।

সমাপনী অনুষ্ঠানে হাটহাজারী আরবি বিশ্ববিদ্যালয়ের মহাপরিচালক শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমাদ শফী বয়ান পেশ করেন।

সর্বশেষ খবর