শুষ্ক মৌসুমেও যমুনা নদীর পানির প্রবল স্রোতের কারণে ১০৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত চৌহালী রক্ষাবাঁধে ধস নেমেছে। বৃহস্পতিবার দুপুরে বাঁধের টাঙ্গাইলের নাগরপুর অংশের খাসশাহজানী (খগেন ঘাট) এলাকায় আকস্মিক এ ধস নামে। এতে বাঁধের প্রায় ৩৬ মিটার এলাকার সিসিব্লক ও জিওব্যাগ নদীগর্ভে বিলীন হয়ে যায়। অভিযোগ রয়েছে, নদীর তলদেশে বালিভর্তি জিও ব্যাগ ডাম্পিং কাজে ফাঁকি-অনিয়ম ও দুর্নীতির কারণে এই ধস নেমেছে। এদিকে অসময়ে শহর রক্ষাবাঁধে ধস নামায় এলাকাবাসীর মধ্যে ভাঙন আতঙ্ক বিরাজ করছে। তবে পাউবো বলছে, আতঙ্কের কিছু নেই। জানা যায়, চৌহালী রক্ষায় ২০১৬ সালে টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে খাসকাউলিয়া থেকে আটাপাড়া পর্যন্ত পাঁচ কিলোমিটার বাঁধ নির্মাণের প্রকল্প গ্রহণ করা হয়। প্রকল্পের প্রথম পর্যায়ে ১ঃ৩ হারে ঢালু (স্লাপ) করে নদীর পানির স্তর থেকে পার পর্যন্ত বালি ভর্তি জিও ব্যাগ ডাম্পিং করে বসানো হয়। যাতে স্রোতের আঘাত থেকে অস্থায়ীভাবে নদীর পাড় ভাঙনরোধ হয়। বর্তমানে দ্বিতীয় পর্যায়ে নদীপাড়ের ঢালুতে সিসিব্লক বিছিয়ে স্থায়ী ভাঙনরোধের কাজ করা হচ্ছে। এ অবস্থায় বৃহস্পতিবার দুপুরের দিকে খগেন ঘাট এলাকায় ধস নামে। এতে ৩৬ মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যায়। এলাকাবাসীর অভিযোগ, বাঁধের তলদেশে সঠিকভাবে বালুভর্তি জিও ব্যাগ ডাম্পিং না করার এবং শিডিউল অনুযায়ী উন্নত-প্রযুক্তি ব্যবহার না করে যেনতেনভাবে কাজ করায় এ ধস নেমেছে। তবে টাঙ্গাইল পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহজাহান সিরাজ বলেন, ধসে যাওয়া পয়েন্টে পানির গভীরতা প্রায় ১৯ মিটার। এ পয়েন্টের পশ্চিম প্রান্তে চর পড়ায় পানি সরাসরি পূর্ব প্রান্তে বাঁধ এলাকায় আঘাত হানছে। পানির প্রচণ্ড চাপের কারণে নিচ থেকে মাটি সরে যাওয়ায় এ ধসের ঘটনা ঘটেছে। সংস্কার কাজ শুরু করা হয়েছে। এ ছাড়াও কাজের গুণগত মান ভালো হয়েছে বলেও এই কর্মকর্তা দাবি করেছেন।
শিরোনাম
- ‘কুলি’-তে আমির খানের রাফ লুক, ফার্স্ট লুকেই চমক
- টানা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল, মৃত অন্তত ৬৩
- রামগতিতে বসুন্ধরা শুভসংঘের নবগঠিত কমিটির পরিচিতি ও কর্মপরিকল্পনা সভা
- যে প্রশ্ন থেকে জন্ম নিল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস
- ‘গরিবের প্রোটিন’ ব্রয়লারও এখন নাগালের বাইরে!
- মায়ের সঙ্গে তর্ক: অভিনেত্রীর ১৪ বছর বয়সী ছেলের আত্মহত্যা
- সীমান্তে ৩০ আফগান ‘জঙ্গি’ হত্যার দাবি পাকিস্তান সেনাবাহিনীর
- ‘২৭০ কোটি টাকা আত্মসাৎ’ : সাইফুল আলম-পিকে হালদারসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা
- মৌলভীবাজারে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
- গিলের ২৬৯ রানের মহাকাব্য, অধিনায়ক হিসেবে ভারতের সর্বোচ্চ টেস্ট রান
- মুরাদনগরের ধর্ষণকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য দিল র্যাব, মূল হোতা গ্রেফতার
- প্রতিদিন ৪০ আত্মহত্যা: চামড়া ও চেহারার যুদ্ধ দক্ষিণ কোরিয়ায়
- ডেলিভারিম্যান সেজে তরুণীকে ধর্ষণ
- চীন নয়, আমিরাতও নয়- তালেবানকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল রাশিয়া!
- গাজায় গণহত্যায় ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসরায়েল
- ৮ অস্কারজয়ী স্টুডিও এক ছবিতে, বাজেট শুনে প্রোডিউসাররাও অবাক
- ‘ক্ষমা চাইলেন পরেশ’
- হাসপাতালে স্বস্তিকা
- পাবনায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩
- চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
চৌহালী রক্ষাবাঁধে ধস
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর