শুষ্ক মৌসুমেও যমুনা নদীর পানির প্রবল স্রোতের কারণে ১০৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত চৌহালী রক্ষাবাঁধে ধস নেমেছে। বৃহস্পতিবার দুপুরে বাঁধের টাঙ্গাইলের নাগরপুর অংশের খাসশাহজানী (খগেন ঘাট) এলাকায় আকস্মিক এ ধস নামে। এতে বাঁধের প্রায় ৩৬ মিটার এলাকার সিসিব্লক ও জিওব্যাগ নদীগর্ভে বিলীন হয়ে যায়। অভিযোগ রয়েছে, নদীর তলদেশে বালিভর্তি জিও ব্যাগ ডাম্পিং কাজে ফাঁকি-অনিয়ম ও দুর্নীতির কারণে এই ধস নেমেছে। এদিকে অসময়ে শহর রক্ষাবাঁধে ধস নামায় এলাকাবাসীর মধ্যে ভাঙন আতঙ্ক বিরাজ করছে। তবে পাউবো বলছে, আতঙ্কের কিছু নেই। জানা যায়, চৌহালী রক্ষায় ২০১৬ সালে টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে খাসকাউলিয়া থেকে আটাপাড়া পর্যন্ত পাঁচ কিলোমিটার বাঁধ নির্মাণের প্রকল্প গ্রহণ করা হয়। প্রকল্পের প্রথম পর্যায়ে ১ঃ৩ হারে ঢালু (স্লাপ) করে নদীর পানির স্তর থেকে পার পর্যন্ত বালি ভর্তি জিও ব্যাগ ডাম্পিং করে বসানো হয়। যাতে স্রোতের আঘাত থেকে অস্থায়ীভাবে নদীর পাড় ভাঙনরোধ হয়। বর্তমানে দ্বিতীয় পর্যায়ে নদীপাড়ের ঢালুতে সিসিব্লক বিছিয়ে স্থায়ী ভাঙনরোধের কাজ করা হচ্ছে। এ অবস্থায় বৃহস্পতিবার দুপুরের দিকে খগেন ঘাট এলাকায় ধস নামে। এতে ৩৬ মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যায়। এলাকাবাসীর অভিযোগ, বাঁধের তলদেশে সঠিকভাবে বালুভর্তি জিও ব্যাগ ডাম্পিং না করার এবং শিডিউল অনুযায়ী উন্নত-প্রযুক্তি ব্যবহার না করে যেনতেনভাবে কাজ করায় এ ধস নেমেছে। তবে টাঙ্গাইল পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহজাহান সিরাজ বলেন, ধসে যাওয়া পয়েন্টে পানির গভীরতা প্রায় ১৯ মিটার। এ পয়েন্টের পশ্চিম প্রান্তে চর পড়ায় পানি সরাসরি পূর্ব প্রান্তে বাঁধ এলাকায় আঘাত হানছে। পানির প্রচণ্ড চাপের কারণে নিচ থেকে মাটি সরে যাওয়ায় এ ধসের ঘটনা ঘটেছে। সংস্কার কাজ শুরু করা হয়েছে। এ ছাড়াও কাজের গুণগত মান ভালো হয়েছে বলেও এই কর্মকর্তা দাবি করেছেন।
শিরোনাম
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- কোটালীপাড়া উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ
- হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেশবাসীকে স্বস্তি দিয়েছে : আমানউল্লাহ
- আখাউড়ায় ‘অপারেশন ডেভিল হান্টে’ আটক ২
- ‘হাসিনার রায়ের মাধ্যমে ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে’
- শেকৃবিতে পুনর্জন্ম কৃষি নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত
চৌহালী রক্ষাবাঁধে ধস
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর