বৃহস্পতিবার, ২৬ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

তিন বছর ভারতে কারাভোগ শেষে ফিরল ১৯ নারী-শিশু

বেনাপোল প্রতিনিধি

ভালো কাজের প্রলোভন দেখিয়ে অবৈধভাবে ভারতে পাচার হওয়া ১৯ বাংলাদেশি তিন বছর কারাভোগ শেষে গতকাল দেশে ফিরেছে। যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে গতকাল তাদের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে ফেরত পাঠানো হয়। ফেরত আসা বাংলাদেশিরা হলেন— আয়েশা, স্বপ্না, সুলতানা, রিনা, রুমা, শান্তা, রুপা, হালিমা, নাজমা, মারিয়া, হালিমা বেগম, ইতি, রিক্তা, আশা, নাছিমা, আদুরী, ডলি, রিনা ও শিশু আবদুল্লাহ। তাদের বাড়ি নড়াইল, বরিশাল, পিরোজপুর, বাগেরহাট, যশোর, সাতক্ষীরা ও খুলনার বিভিন্ন গ্রামে। বেনাপোল ইমিগ্রেশন ওসি তরিকুল ইসলাম বলেন, ফেরত আসা নারীরা সীমান্তের বিভিন্ন পথ দিয়ে তিন বছর আগে ভারতে পাচার হয়। মুম্বাই শহরে বিভিন্ন বাসাবাড়ির কাজ করার সময় সে দেশের পুলিশের হাতে আটক হয়ে আদালতের মাধ্যমে রেসকিউ ফাউন্ডেশন নামে একটি বেসরকারি শেল্টার হোমে আশ্রয় নেয়। এরপর দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি চালাচালির একপর্যায়ে তাদের বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরত পাঠায়।

সর্বশেষ খবর