বুধবার, ২১ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

দুই মাস পর অপহৃত নারী উদ্ধার আটক ৫

রাঙামাটি প্রতিনিধি

অপহরণের প্রায় দুই মাস পর রাঙামাটির কুতুকছড়ি থেকে এক ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক নারীকে উদ্ধার করেছে সেনাবাহিনী। এ সময় অপহরণে জড়িত পাঁচজনকে আটক করা হয়েছে। কুতুকছড়ি ডলুছড়ি গ্রাম থেকে গতকাল ভোরে তাদের আটক করা হয়। উদ্ধার মিতালী চাকমা (২৫) রাঙামাটি সদর ইউনিয়নের সাপছড়ি বদিপুর গ্রামের ধনমনি চাকমার মেয়ে। আটকরা হলেন— প্রসন্ন কুমার চাকমা, দয়ালমনি চাকমা, সঞ্জিব চাকমা, রিতা চাকমা ও সুনন্তা চাকমা। তাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, সাপছড়ি বদিপুর গ্রামের মিতালী চাকমাকে প্রায় দুই মাস আগে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) লোকজন অস্ত্রের মুখে অপহরণ করে। তাকে কুতুকছড়ি ডলুছড়ি গ্রামের প্রসন্ন কুমারের বাড়িতে আটকে রাখা হয়েছে-এমন খবরে নানিয়ারচর সেনা জোনের বিশেষ দল অভিযানে নামে। আটকদের কোতয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ খবর