বৃহস্পতিবার, ৭ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু, লাশ নিয়ে থানায় স্বজনরা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ উঠেছে। লাশ নিয়ে গতকাল রাতে থানায় গিয়ে এই অভিযোগ করেছেন স্বজনরা। নগরীর হাসপাতাল রোডের বেস্ট ফার্মেসিতে গত রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। মৃত রিয়ান সিঅ্যান্ডবি রোড ইসলামপাড়া সড়কের আল-আমিনের ছেলে। আল আমিন জানান, ৬ মাস বয়সের রিয়ান ২-৩ দিন ধরে কাশি ও জ্বরে ভুগছিল। বুধবার সকালে তাকে শেরেবাংলা মেডিকেলের বহির্বিভাগে চিকিৎসার জন্য নেওয়া হয়। ডা. মাহমুদ হাসান তাকে সালটোলিন ইনহেলার ব্যবহারের পরামর্শ দেন এবং এটি সদর হাসপাতাল রোডের বেস্ট ফার্মেসি থেকে কিনতে বলেন। রাত ৮টার দিকে তারা সন্তান নিয়ে ওই ফার্মেসিতে গিয়ে ইনহেলার কেনেন এবং সেখানেই সেলসম্যান ইনহেলারটি ব্যবহার করান। ইনহেলার দেওয়ার সঙ্গে সঙ্গে রিয়ানের মৃত্যু হয়। সেলসম্যান জানান, চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ীই ইনহেলার দেওয়া হয়েছে। তাদের কোনো ত্রুটি ছিল না।

সর্বশেষ খবর