Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা
আপলোড : ১১ সেপ্টেম্বর, ২০১৯ ২৩:১১

বন্যহাতির আক্রমণে যুবকের মৃত্যু

রাঙামাটি প্রতিনিধি

বন্যহাতির আক্রমণে যুবকের মৃত্যু

রাঙামাটির লংগদুতে বন্যহাতির আক্রমণে যুবকের মৃত্যু হয়েছে। লংগদু উপজেলার যুবলক্ষ্মীপাড়ায় মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। নিহতের নাম শরিফ হোসেন (২৫)। সংশ্লিষ্ট সূত্র জানায়, যুবলক্ষ্মীপাড়া মসজিদ থেকে বাসায় ফিরছিলেন স্থানীয় শরিফ হোসেন। পথে বন্যহাতির পালের সামনে পড়েন তিনি। হাতির দল তাকে তাড়া করে। আপ্রাণ চেষ্টা করেও বন্যহাতির আক্রমণ থেকে বাঁচতে পারেনি তিনি। হাতি তাকে পা ও সুর দিয়ে মারাত্মক আঘাত করে।

স্থানীয়রা তাকে লংগদু স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গুলশাখালী ইউপি চেয়ারম্যান আবু নাছির জানান, প্রায়ই লংগদু উপজেলার গুলশাখালী, বগাচত্বর, ভাসাইন্যদমসহ বিভিন্ন স্থানে বন্যহাতির আক্রমণে প্রাণ হারাচ্ছে মানুষ। হাতিগুলো এসব এলাকায় বেশি অবস্থান করে। সুযোগ বুঝে হানা দেয় গ্রামে।


আপনার মন্তব্য

এই বিভাগের আরও খবর