মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

অপসারণ দাবি শিক্ষার্থীদের তদন্ত কমিটি গঠন

আপত্তিকর অবস্থায় অধ্যক্ষ

নীলফামারী প্রতিনিধি

সৈয়দপুর সরকারি কলেজের অধ্যক্ষ সাখাওয়াত হোসেন খোকনের বিরুদ্ধে ওঠা অনৈতিক কাজের ঘটনায় তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে ইউএনওর কাছে রিপোর্ট দাখিল করতে বলা হয়েছে।

এদিকে অভিযুক্ত অধ্যক্ষ ও নারী প্রভাষকের অপসারণ চেয়ে গতকাল ক্লাস-পরীক্ষা বর্জন করে অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। ইউএনও ঘটনাস্থলে এসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে কর্মসূচি প্রত্যাহার করা হয়।

অধ্যক্ষ সাখাওয়াত হোসেন খোকন বলেন, ‘চক্রান্ত করে আমার বিরুদ্ধে এসব করা হয়েছে। ওই অফিসের ভিতরে আমি টয়লেট থেকে বের হচ্ছিলাম। তখন গোপনে আমার ছবি তুলে অপপ্রচার চালালো হয়। ইউএনও গোলাম কিবরিয়া বলেন, ‘শিক্ষক ও ছাত্রদের সঙ্গে কথা বলে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছি। রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। প্রসঙ্গত, রবিবার বিকালে সৈয়দপুর শহরের বিমানবন্দর সড়কে অবস্থিত শহীদ স্মৃতিস্তম্ভ পরিষদ কার্যালয়ে অনৈতিক কাজের সময় অধ্যক্ষ সাখাওয়াত হোসেনকে আপত্তিকর অবস্থায় স্থানীয়রা আটক করার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

সর্বশেষ খবর