রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

রিমান্ডে আসামিদের চাঞ্চল্যকর তথ্য

শিবগঞ্জে যুবকের কব্জি কর্তন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

রিমান্ডে আসামিদের চাঞ্চল্যকর তথ্য

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যুবলীগ নেতার দুই হাতের কব্জি কেটে নেওয়ার ঘটনায় গ্রেফতার পাঁচ আসামি রিমান্ডের প্রথম দিন চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। ফেরিঘাটের ইজারা নিয়ে রুবেলের চাচাতো ভাই আবদুস সালামের সঙ্গে বিরোধের জেরে রুবেলের দুই হাতের কব্জি কাটা এবং কাটা কব্জি ও ব্যবহৃত চাঁপাতি নদীতে ফেলে দেওয়াসহ নানা অপকর্মের কথা স্বীকার করেছেন ঘটনার হোতা ফয়েজ চেয়ারম্যান। তদন্তের স্বার্থে এখনই কোনো তথ্য দেওয়া যাবে না বলে জানিয়েছেন শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম।

শুক্রবার বিকালে আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাইলে আদালত প্রত্যেকের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন। ওইদিন সন্ধ্যায় আসামিদের শিবগঞ্জ থানায় নিয়ে রাত থেকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। এর আগে গত বৃহস্পতিবার রাতে কব্জি কাটার ঘটনায় রুবেলের মা ২২ জনকে আসামি করে শিবগঞ্জ থানায় মামলা করেন। মূল আসামি উজিরপুর ইউপি চেয়ারম্যান ও ছাত্রলীগের সাবেক সভাপতি ফয়েজ উদ্দিন, তার সহযোগী তারেক, জাহাঙ্গীর, তারিক ও আলাউদ্দিন গ্রেফতার হয়েছেন। গ্রেফতার হওয়ার পর চেয়ারম্যানের অপকর্মের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছে এলাকাবাসী। উজিরপুর ইউনিয়নে গিয়ে জানা যায়, ফয়েজ উদ্দিন চেয়ারম্যান হওয়ার পর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেন। তার বিরুদ্ধে একাধিক মাদক ও অস্ত্র মামলা রয়েছে। প্রসঙ্গত, গত বুধবার রাতে শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা গ্রামের স্থানীয় যুবলীগ নেতা রুবেলকে ধরে নিয়ে যায় ফয়েজের লোকজন। পরে তার দুই হাতের কব্জি কেটে ছেড়ে দেওয়া হয়। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

সর্বশেষ খবর