বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

বরগুনায় ইলিশ উৎসব

বরগুনা প্রতিনিধি

বিষখালী, বলেশ^র ও পায়রা বিধৌত বঙ্গোপসাগরের তীরঘেঁষা উপকূলীয় জেলা বরগুনায় অনুষ্ঠিত হলো ইলিশ উৎসব। সার্কিট হাউস মাঠে গতকাল দিনব্যাপী এ উৎসবের আয়োজন করে জেলা প্রশাসন ও বরগুনা জেলা টেলিভিশন সাংবাদিক ফোরাম। উৎসবে জেলার ছয়টি উপজেলা থেকে ২৫টি স্টল বসে। স্টলগুলোতে রান্না করা ইলিশের ১০০ ধরনের বাহারি খাবার প্রদর্শিত হয়। স্বল্পমূল্যে বিক্রি হয় পায়রা, বিষখালী ও বলেশ্বর নদীসহ বঙ্গোপসাগরের সুস্বাদু তাজা ইলিশ। 

ইলিশ উৎসবকে কেন্দ্র করে সার্কিট হাউস মাঠে সকাল থেকে দর্শনার্থীরা ভিড় করেন। সকাল সাড়ে ৯টায় বরগুনা জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। শোভাযাত্রায় ইলিশ সংবলিত নানা প্লাকার্ড, ভাস্কর্য, ব্যানার ও ফেস্টুন নিয়ে কয়েক হাজার লোক অংশ নেন। উৎসবের উদ্বোধন করেন বরগুনা-১ আসনের এমপি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোটে ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন- শাহাদাত হোসেন, জাহাঙ্গীর কবীর, আবদুর রশিদ মিয়া প্রমুখ। উৎসবের দ্বিতীয় অংশে সন্ধ্যার পর স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় ইলিশ বিষয়ক নাটক, আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর