বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

টেকনাফে বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা নিহত

প্রতিদিন ডেস্ক

টেকনাফে কথিত বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা সন্ত্রাসী ও ফরিদপুরে এক চিহ্নিত ডাকাত নিহত হয়েছেন। গতকাল ভোররাতে এ ঘটনা ঘটে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর- কক্সবাজার : টেকনাফে র‌্যাবের সঙ্গে গোলাগুলিতে দুই রোহিঙ্গা নিহত হয়েছেন। তারা হলেন ক্যাম্প ১, ব্লক জির হোসাইন শরীফের ছেলে হেড মাঝি আবদুল হাসিম (৩০) ও ক্যাম্প ৭, ব্লক ইর শামসুল আলমের ছেলে মো. আইয়ুব (২৮)। র‌্যাবের ভাষ্যানুযায়ী, মেরিন ড্রাইভের শামলাপুর এলাকায় একদল রোহিঙ্গা মাদককারবারি ইয়াবার বিশাল চালান লেনদেন করছিল। র‌্যাব এ সময় অভিযান চালালে মাদককারবারিরা গুলি চালায়। র‌্যাব পাল্টা গুলি চালানোর এক পর্যায়ে রোহিঙ্গা সন্ত্রাসীরা পালিয়ে গেলে সেখানে দুই রোহিঙ্গাকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। এ ছাড়া ঘটনাস্থলে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, দুটি ওয়ান শুটার গান, ৫ রাউন্ড তাজা কার্তুজ, ৬ রাউন্ড কার্তুজের খোসা পাওয়া গেছে। বোয়ালমারী (ফরিদপুর) : বোয়ালমারী উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় ওসিসহ তিন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি দেশীয় ওয়ান শুটার গান, শটগানের চারটি গুলি, একটি চাপাতি ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে। থানাসূত্রে জানা গেছে, উপজেলার চতুল ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের এনায়েত মোল্যা (৪০) ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকা-ে জড়িত। তিনি ওই গ্রামের মৃত মজিবর মোল্যার ছেলে এবং বোয়ালমারী থানার ডাকাতিসহ একাধিক মামলার এজাহারভুক্ত আসামি।

বোয়ালমারী থানা পুলিশ গভীর রাতে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হাটফাজিলপুর বাজার এলাকা থেকে এনায়েত মোল্যাকে আটক করে। তাকে নিয়ে ভোররাতে শেখর ইউনিয়নের বারাংকুলা গ্রামের প্রিয়নাথ পালের মেহগনি বাগানে অস্ত্র উদ্ধারে গেলে আসামির সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। পুলিশ পাল্টা গুলি ছুড়লে এনায়েত দৌড়ে পালাতে গিয়ে ক্রসফায়ারে নিহত হন। এ সময় থানার ওসি মো. আমিনুর রহমান, দুই এসআই দীপঙ্কর সান্যাল ও সাইফুদ্দিন আহত হন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান বলেন, এনায়েতের বিরুদ্ধে বোয়ালমারী ও আশপাশের থানায় ১৩টি ডাকাতিসহ বিভিন্ন মামলা রয়েছে।

সর্বশেষ খবর